খুব শীঘ্রই বৈদেশিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা, রুপি ব্যবহার করে লেনদেন করা যাবে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এর ফলে উপকৃত হতে চলেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সিঙ্গাপুর, আমেরিকা, নিউজিল্যান্ড সহ ১৮টি দেশের ৬০টি করেসপন্ডেন্ট ব্যাঙ্ককে ‘স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট’ (এসআরভিএ) খোলার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীঘ্রই বেশ কয়েকটি দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা, রুপি লেনদেন করা যাবে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা প্রভৃতি দেশের সঙ্গেও চলছে আলোচনা। এছাড়া বিশ্বের প্রথম সারির বিভিন্ন ট্রেড ইকোনমিক ইউনিয়ন ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তির বিষয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।