BRAKING NEWS

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, মৃত ১০০ পুলিশ কর্মী

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পাক-তালিবানের তরফে দায় স্বীকার করা এই ঘটনায় ইতিমধ্যেই ১০০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত বহু। আহতদের অনেকেই ৭০-৮০% পর্যন্ত পুড়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

মসজিদে তিনশো থেকে চারশো পুলিশকর্মী নামাজ পড়ার সময় ঘটানো হয় বিস্ফোরণ। ২৪ ঘন্টার বেশি সময় ধরে চলে উদ্ধার কাজ। সাম্প্রতিক অতীতে পাকিস্তানে এত ভয়াবহ জঙ্গিহামলা হামলা হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করার বার্তাও দেওয়া হয়েছে।