ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন ঋষি সুনক, প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে নেবেন শপথ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন ঋষি সুনক, প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে নেবেন শপথ

ব্রিটেনের প্রথম ভার‍তীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ঋষি সুনক। ৪২ বছরের ঋষি সুনক ব্রিটেনের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে চলেছেন।

অর্থনৈতিক সঙ্কটের কারণে রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি হয়েছে ব্রিটেনে৷ বরিস জনসনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন লিজ ট্রাস। কিন্তু মাত্র ৪৫ দিন অতিবাহিত হওয়ার পরেই পদত্যাগ করেন তিনি। পোর্টমাউথ নর্থের এমপি পেনি মরডন্ট প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে সরিয়ে নেন। এরপরেই ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সদস্য ও প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন পেতে সমর্থ হয়েছেন বলে জানা গিয়েছে৷ ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার দায়িত্ব নিতে চলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। আগামী ২৮ অক্টোবর তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ