ভারত ও ভারতবাসীকে অশ্রাব্য কটুক্তি গায়ক নোবেলের, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হার নিয়ে ক্ষোভ

ভারত ও ভারতবাসীকে অশ্রাব্য কটুক্তি গায়ক নোবেলের, ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হার নিয়ে ক্ষোভ

পরপর ভারতপাকিস্তানের কাছে হেরে গিয়ে টি২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। তা নিয়ে ভারতকে দোষারোপ করে ভারত ও ভারতবাসীকে তীব্র আক্রমণ করলেন ভারতীয় চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান সারেগামাপা খ্যাত বাংলাদেশী গায়ক নোবেল। ভারতকে ছাপার অযোগ্য অশ্রাব্য ভাষা আক্রমণের পাশাপাশি ‘ভারতবাসী তাঁর পা ধোয়া জল খেয়েছে’ বলেও দাবি করেন তিনি। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

চলতি টি২০ বিশ্বকাপে গ্রূপে পর্বের খেলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কাছে ৫ রানে হারে বাংলাদেশ। এরপরেই বাংলাদেশি সমর্থকদের তরফে অভিযোগ উঠেছে আইসিসি টুর্নামেন্টে ভারতকে সুবিধা পাইয়ে দিয়েছে। সেই জন্যই বৃষ্টির পরেও মাঠ ভিজে থাকা সত্ত্বেও বাংলাদেশ খেলতে না চাইলেও তাদের খেলতে বাধ্য করা হয়েছে। সেই সঙ্গে বিরাট কোহলির বিরুদ্ধে ‘ফেক ফিল্ডিং’ এর অভিযোগও আনা হয়েছে। যা নিয়ে আইসিসি-র কাছে দরবারও করা হয়েছে টিমের তরফে। সমাজমাধ্যমে তীব্র আক্রমণ করে হচ্ছে ভারতকে।

এরই মধ্যে ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করা বাংলাদেশি গায়ক নোবেল সমাজমাধ্যমে তীব্র আক্রমণ করলেন ভারত ও ভারতবাসীদের। তিনি ভারতে ব্যঙ্গ করে লেখেন ‘আইসিসি= ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’, তারপরই ছাপার অযোগ্য ভাষা প্রয়োগ করে ভারতকে কটাক্ষ করেন। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তাতেও থামেননি গায়ক। ভারতে তাঁর জনপ্রিয়তাকে ইঙ্গিত করে ভারতবাসীকেই কটাক্ষ করে ফেসবুকে লেখেন, “দেখ ভাই! আমি কোনো ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস।” যা নিয়ে ভারতে বিতর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ