BRAKING NEWS

UPI payNow : ভারত সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, UPI এর ব্যবহার শুরু সিঙ্গাপুরে

সমন্বয় গড়ে উঠলো ভারতের UPI এবং সিঙ্গাপুরের PayNow এর মধ্যে৷ এই ঐতিহাসিক সমন্বয়ের ফলে ফলপ্রসূ হতে চলেছে বিভিন্ন সুবিধা। সিঙ্গাপুর থেকে টাকা পাঠানো থেকে শুরু করে সিঙ্গাপুরের সঙ্গে বিভিন্ন বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে উপকৃত হবে ভারত।

ভারতের UPI ও সিঙ্গাপুরের PayNow সমন্বয়ের ফলে অনেক দ্রুত ও নিরাপদ ভাবে দুই দেশের মধ্যে অর্থের বিনিময় সম্ভব হবে। এটি সাহায্য করবে অনাবাসী কর্মী, ছোটো ব্যবসাদার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে। UPI ID ব্যবহার করে এই দেশ থেকে বা সিঙ্গাপুর থেকে যে কেউ সহজেই টাকা পাঠাতে পারবে৷ এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ ১ হাজার সিঙ্গাপুর ডলার তথা ৬০ হাজার টাকা ট্রান্সফার করা যায়।

এক্ষেত্রে ভারতীয় ব্যাঙ্ক হিসেবে লিঙ্কের কাজ করতে পারবে স্টেট ব্যাঙ্ক, ইণ্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইণ্ডিয়ান ব্যাঙ্ক। পরবর্তীতে আরও ব্যাঙ্ক যুক্ত করা হতে পারে।