আজকের রাশিফল ৫/২/২০২০
মেষ:
আজকের দিনে কোথাও আপনার কর্মসংস্থান হতে পারে এছাড়াও কারও কাছে দামি জিনিস উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
বৃষ:
বৃষ রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্র পরিবর্তন হতে পারে প্রেমের জন্য খরচ বাড়বে তবে বৈবাহিক জীবন খুব একটা সুখকর নয়৷
মিথুন:
প্রেমের জন্য আজকের দিনটি মন্দের ভালো, আজ আপনি আপনার পছন্দ মতো কাজ পেয়ে যাবেন, আজ বন্ধুদের কাছ থেকে বিভিন্ন দিক থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে৷
কর্কট:
কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায় সম্মান ও লাভ বাড়বে তবে পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি হবে প্রিয়জনের সঙ্গে অন্তরঙ্গতা বাড়বে৷
সিংহ:
আজ বুদ্ধির জোরে শত্রু বিনাশ করুন, আজকের দিনে ভ্রমণের যোগ রয়েছে পাশাপাশি কাজে সুনাম অর্জন করবেন৷
কন্যা:
কন্যা রাশির জাতক জাতিকাদের আজ প্রেমের জন্য বিবাদ বাড়বে৷ ব্যবসায় ভাল ফল করলেও পরিবারের কারও শরীর স্বাস্থ্য চিন্তায় ফেলবে৷
তুলা:
চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজে বাধা। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
বৃশ্চিক:
আজ লোভ বৃদ্ধি পাওয়ায় বিপদ। ব্যবসায় চাপ নিয়ে আলোচনা। সম্পত্তি কেনাবেচার সময়। গান বাজনায় আগ্রহ বৃদ্ধি। পড়াশোনার জন্য মনে ভয় ভাব। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।
ধনু:
আজ বাবার সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ। বাতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। বিবাহে বাধা আসতে পারে। কোনও বাড়তি কথা বিবাদ ডেকে আনতে পারে।
মকর:
আজ ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। আইনি কাজে সাফল্য আসতে পারে। অপরের ব্যবহারে মানসিক কষ্ট বাড়বে। নতুন কোনও কাজের চেষ্টা। শেয়ার ব্যবসায় ক্ষতির আশঙ্কা। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে
কুম্ভ:
আজ লটারি প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচ হবে। কোনও কারণে লোকের কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে আঘাত পাওয়ার যোগ কয়েছে।
মীন:
আজ সংসারে কোনও বিবাদ কাজের প্রতি অনীহা আসতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে।