আজকের রাশিফল ১৩/২/২০২০
মেষ:
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। দূরের যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীক ও পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। প্রবাসীদের কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দেবে। আইনগত জটিলতার অবসান আশা করতে পারেন। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ।
বৃষ:
আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে বকেয়া কোনো বিল আদায় করতে পারবেন। ব্যবসায়ীদের কোনো চেক পাশ হতে পারে। বন্ধুর সাহায্যে পাওনাদারের বকেয়া টাকা আদায় করতে পারবেন। বাড়িতে বড় ভাই বোনের বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনায় অগ্রগতি হবে। স্কুল কলেজের বন্ধুদের সাথে আড্ডার যোগ প্রবল।
মিথুন:
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সরকারী চাকুরেদের নুতন দায়িত্ব লাভের যোগ প্রবল। পদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজণৈতিক নেতৃত্বের সুবর্ণ সুযোগ আসবে। প্রশাসনিক ব্যক্তি বা শিক্ষকের সাহায্য লাভের যোগ। পিতার সাথে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নিস্পত্তি করতে যেতে পারেন।
কর্কট:
আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যত্মীক কাজের জন্য উত্তম। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য আশা করা যায়। শিক্ষক ও গবেষকদের দিনটি বলবান থাকবে। প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হবার যোগ । অতিন্দ্রীয় সাধকদের সাক্ষাৎ পেতে পারেন।
সিংহ:
আজ বেলা বাড়ার সাথে সাথে দাম্পত্য সম্পর্কে টানাপোড়ন দেখা দিতে পারে। অংশিদারী কাজে কোনো কারনে প্রবল ভুল বুঝাবুঝির শিকার হতে হবে। আজ গৃহে পুরোনো পাওনাদারের আগমন হবে। কোনো আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে হতে পারে। পুলিশী হয়রাণির আশঙ্কা প্রবল। শেয়ার ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।
কন্যা:
আজ কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে অংশিদারদের সাহায্য পেতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হবার সুযোগ রয়েছে। অবিবাহিতদরে বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা আশানুরুপ আয়ের সুযোগ পেতে পারেন। জীবন সাথীর কর্মস্থলে কিছু ঝামেলার অবশান আশা করতে পারেন।
তুলা :
আপনাদের সকালের দিকে কোনও কারণে মন আজ চঞ্চল থাকতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে পারেন, সফল হবেন।
বৃশ্চিক :
আজ আপনার একটু হলেও আর্থিক সমস্যা চলতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি। এইভাবেই এগিয়ে চলার চেষ্টা করুন জীবনে উন্নতি হবে।
ধনু:
ধনু রাশির জাতক জাতিকারা আজ প্রেম ও রোমান্সে সফল হবেন। কারো ভালোবাসায় নিজেকে অর্পণ করবেন। সন্তানের সফলতায় পিতা মাতা আনন্দ পাবে।
মকর:
মকর রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি বেশ ভালো । কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। পরিবারের সাথে কোনো আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন।
কুম্ভ:
কুম্ভ রাশির জাতক জাতিকার আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় কাটবে। ছোট ভাই বোনের কাছ থেকে কোনো কোনো ভালো সংবাদ আসবে। যোগাযোগের ফলে আপনি লাভবান হবেন।
মীন:
আজ চাকরির জায়গায় বেশ উন্নতির সুযোগ আসতে পারে। আপনার কাজে সবাই খুশি হবেন। বাইরের কোনও লোকের জন্য আজ খরচ বাড়বে।