আজকের রাশিফল ৬/৫/২০২০
মেষ : মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে কোনো প্রভাবশালী নেতার সাহায্য পেতে পারেন। সাঙ্গঠনিক কাজে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাংসারিক বিষয়ে পিতার সাহায্য পাবেন। সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন আদায় হবে।
আপনার শুভ সংখ্যা ৬, শুভ রঙ হলুদ।
বৃষ : বৃষ রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা একঘেয়ে হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে অনলাইনে কোনো আবেদন গ্রহণ করতে পারেন। ব্যবসায়ীক কাজে বৈদেশিক যোগাযোগে সাফল্য আসতে পারে। প্রবাসীদের কর্মস্থলে কোনো পরিবর্তন হবে।
আপনার শুভ সংখ্যা ৮, শুভ রঙ নীল।
মিথুন : মিথুন রাশির জাতক জাতিকার দিনটি মন্দের ভালো। পাওনাদারের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় বা পরিচিতর মৃত্যু সংবাদ পেতে পারেন। আতঙ্কীত না হওয়াই ভালো। লকডাইন এড়িয়াতে পড়তে পারেন। আগুন দিয়ে ময়লা আবর্জনা পুড়িয়ে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকুন।
আপনার শুভ সংখ্যা ৬, শুভ রঙ লাল।
কর্কট: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। তবে সাংসারিক বিষয় নিয়ে জীবন সাথীর সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে। খুচরা ও পাইকারি ব্যবসায় ভালো আয়ের সুযোগ কম। সাংসারিক অচলাবস্থা কাটাতে শ্বশুর কূলের আত্মীয়র সাহায্য পেতে পারেন।
আপনার শুভ সংখ্যা ১, শুভ রঙ ধূসর।
সিংহ: কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার শিকার হতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বানিজ্যে আশানুরুপ লাভের যোগ নেই। শরীর খুব একটা ভালো যাবে না।অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। প্রবাসীরা কোন আইনি জটিলতায় পড়তে পারেন।
আপনার শুভ সংখ্যা ৫, শুভ রঙ কমলা।
কন্যা: প্রেমিক বা প্রেমিকার বন্ধুর কারণে প্রেমে ঝামেলা হতে পারে। পরীক্ষার্থী সন্তানের পরাশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীরা কোনো বকেয়া আদায়ে বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। সাংসারিক অবস্থার উন্নতি হবে না। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের যোগ বলবান।
আপনার শুভ সংখ্যা ১২, শুভ রঙ নীল।
তুলা: পারিবারিক পরিবেশ কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্খীত ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো গোপন শত্রুতার শিকার হতে পারেন। পদস্ত কর্মকর্তার দ্বারা হেনস্তার আশঙ্কা রয়েছে।
আপনার শুভ সংখ্যা ৪, শুভ রঙ সবুজ।
বৃশ্চিক: বৃশ্চিক রাশি হলে আজকের দিনটা ঝামেলার। বাড়ীতে ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পরতে পারেন। কোনো প্রতিবেশীর সাথে অকারণে শত্রুতার সম্পর্ক তৈরী হতে পারে। মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্সী ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে কোনো হতাশা জনক সংবাদ পেতে পারেন। ফরেক্সের ট্রেডিং এ ক্ষতির আশঙ্কা প্রবল। কোনো অতিন্দ্রীয় সাধক বা ভবিষ্যৎবক্তার সাক্ষাৎ পেতে পারেন।
আপনার শুভ সংখ্যা ৯, শুভ রঙ সাদা।
ধনু: ধনু রাশির জন্য আজকের দিনটি সুবিধার নয়। আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে না। বরং আপনার লাভের গুড় অন্যে খেয়ে ফেলতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। কোনো কুটুমের সাথে বিরোধে বা বিবাদে জড়াতে পারেন। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা রয়েছে। কোনো কারণে চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন।
আপনার শুভ সংখ্যা ১১, শুভ রঙ কালো।
মকর : কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব গুরুত্বপূর্ণ কাজ আজ না করাই ভাল। পেটের সমস্যা বাড়বে।গুরুদেবের সাহায্য পেতে পারেন। আজ ব্যবসার ফল ভাল খারাপ মিশিয়ে থাকবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন।
আপনার শুভ সংখ্যা , শুভ রঙ সবুজ।
কুম্ভ : উকিলদের জন্য সামনে শুভ সময় আসছে। আজ খুব কাছের কারও জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।
আপনার শুভ সংখ্যা ১, শুভ রঙ হালকা নীল।
মীন : আজ দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ আছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দেবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।
আপনার শুভ সংখ্যা ১০, শুভ রঙ লাল।