cuts interest rates on fixed deposits
GNE NEWS DESK : করোনা আবহে মার্চ মাস থেকে শুরু হয়েছিল লোকডাউন।তারপর থেকেই কাজ হারাতে শুরু করেছিল দেশের বিহু মানুষ।লোকডাউন শুরুর পর ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছিল ছোট ছোট বেসরকারি অফিস, রেস্তোরা, এবং একাধিক ছোট ছোটো প্রতিষ্ঠান। কার্যত মানুষের আয়ের তুলনায় ব্যায়ের মাত্রাই বেশি হয়ে দাঁড়িয়েছিল।যতো দিন যাচ্ছে পরিস্থিতি ততোই জটিল আকার ধারণ করছে।ইতিমধ্যেই এই সঙ্কটজনক অবস্থাতায় স্টেট ব্যাংকের গ্রাহকদের (state Bank of India) জন্য এলো আরো এক দুঃসংবাদ।ফিক্সড ডিপোজিটে কোমল সুদের হার।গত ১০ সেপ্টেম্বর থেকেই এই নয়া নীতি কার্যকর করা হয়েছে।জানা গিয়েছে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ কমিয়েছে স্টেট ব্যাংক ১ বছর থেকে ২ বছরের কম সময়ের স্থায়ী আমানতে।
দেখে নেওয়া যাক নতুন নীতিতে সুদের হার কত পরিমান ধার্য্য করা হয়েছে:-
৭ দিন থেকে ৪৫ দিন – ২.৯ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৩.৯ শতাংশ
১৮০ দিন থেকে ১ বছরের কম- ৪.৪ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম – ৪.৯ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম – ৫.১ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম – ৫.৩ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত – ৫.৪ শতাংশ
এছাড়াও ভারতীয় স্টেট ব্যাংক ঘোষণা করেছে সমস্ত মেয়াদি আমানতে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেওয়া হবে।এর ফলে প্রবীণ নাগরিকরা ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৪ শতাংশ থেকে ৬.২ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
দেখে সুদের নতুন হার
৭ দিন থেকে ৪৫ দিন – ৩.৪ শতাংশ
৪৬ দিন থেকে ১৭৯ দিন – ৪.৪ শতাংশ
১৮০ দিন থেকে ২১০ দিন – ৪.৯ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম – ৪.৯ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম – ৫.৪ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম – ৫.৬ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম – ৫.৮ শতাংশ
৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত – ৬.২ শতাংশ
[qws]Tags: আপডেট খবর,বাংলা খবর,করোনা আপডেট, আজকের রাশিফল, bengalinews, ভারতের খবর, আজকের খবর, আবহাওয়ার খবর,ঝাড়গ্রাম, উপকারিতা, দেশের খবর, আজকের নিউজ,