সূর্য তনয় অধিকারী
আজ মহালয়া,
সুকান্ত মঞ্চে,স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে-
অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা।
লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়ালো,
বছর ছাব্বিশের বিমলা রুইদাস।
দীপ্তকন্ঠে বলে চললো…
“আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!”
ও রাতের রজনীগন্ধা,প্রতিরাতে গন্ধ বিলায়।
সারারাত জুড়ে খদ্দেরের আবদার মিটিয়ে,
অসুস্থ পঙ্গু শয্যাশায়ী স্বামীকে স্নান করিয়ে,
খাইয়ে পরিয়ে তবে আসতে পেরেছে ,
স্বেচ্ছাসেবী সংস্থার ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে ।
তার আবৃত্তির দীপ্ত উচ্চারণ শুনে-
কে বলবে সে যৌনকর্মী!
সাদা সালোয়ারের ওড়নায় অর্ধেক মুখ ঢাকা,
অনুরাধা মল্লিক ।
লম্বা রোগা মেয়েটি মঞ্চে এসে দাঁড়ালো,
খালি গলায় গেয়ে উঠলো-
“আমার রাত পোহালো শারদ প্রাতে…”
এমনি সে কন্ঠ যে সুকান্ত মঞ্চের গোটা পরিবেশটাই বদলে গেল।
ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী,
তখন একদিন কলেজ থেকে ফেরার পথে;
চারটা অসুর মিলে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে।
আজ ও একটা স্কুলে পড়ায়।
ও এখন আর ঐ রকম অসুরদের ভয় পায় না,
ঐ অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ছাত্র-ছাত্রীদের ।
এবারের দুর্গা মধুমিতা সর্দার,
মঞ্চে এসে দাঁড়ালো ছিপছিপে মেয়েটি,
ধপধপে ফর্সা রূপের আলোয় আলোকময় মঞ্চ।
সারা মঞ্চ জুড়ে হরিনীর মতো নেচে গেলো মেয়েটা।
নাচের মুদ্রায় এক তির্যক বিদ্রোহ
এই পচাগলা সমাজের বিরুদ্ধে।
নাচের মুদ্রায় সমাজের মুখে লাথি ছুঁড়ে মারছিল যেন সে।
ওর বাবা ওকে বিক্রি করে দিয়ে ছিলো টাকার বিনিময়ে !
বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে,
ও এখন ইঞ্জিনিয়ারিং ছাত্রী।
মঞ্চে পরের দুর্গার মাউথ-অর্গানের করুন সুরে,
সুকান্ত মঞ্চের বাতাস কেঁদে উঠলো।
পূরবী বিশ্বাস, বয়স চব্বিশ,
ছোট বেলায় নিয়মিত ধর্ষিত হয়েছে নিকট আত্মীয়ের দ্বারা।
তারপর যখন বড় হয়ে বুঝতে শিখে,
তখন একদিন ঐ আত্মীয়কে খুন করে বসে ,
ও এখন সংশোধনাগারের সবার প্রিয় পূরবী দিদিমনি।
সবাইকে জীবনের পাঠ দিয়ে চলেছে।
পরের অনন্যা মঙ্গলা বাউরি।
ও গেয়ে উঠল জীবনের জয়গান..,
পৃথিবীর যত ব্যথা ছিলো লুকানো,
সব যেন বেরিয়ে এলো তার সুরে।
ও প্লাটফর্মের মেয়ে ,
ছাতনা ষ্টেশানে ওর জন্ম।
মঙ্গলবারে জন্মে ছিলো বলে
সোহাগ করে ওর মা ওর নাম রেখেছিল মঙ্গলা।
ওর মা বলতো বোধহয় কোন বিহারী হবে ওর বাপ।
ও মায়ের মতো প্লাটফর্মে ভিক্ষা করে না,
ও অটো চালায় আর অটো চালিয়ে যা উপার্জন হয় তা দিয়ে
অনাথ শিশুদের খাওয়ায় পরায়।
সুকান্ত মঞ্চে ‘ওরাও দুর্গা’ অনুষ্ঠানে-
আজ যেন গোটা একটা স্বর্গ নেমে এসেছে….
বিমলা,অনুরাধা,মধুমিতা,পূরবী,মঙ্গলারা…..,
প্রত্যেকেই এই সমাজের সাক্ষাত দেবী মূর্তি,
এরা প্রত্যেকেই সমাজের অসুরদলনী কল্যানময়ী মা দুর্গা