সরাসরি পলিসি কেনার সুযোগ, এলআইসি (lic) নিয়ে এল নতুন অ্যাপ্লিকেশন ‘আনন্দ’
GNE NEWS DESK: দেশের বৃহত্তম বীমা কোম্পানি এলআইসি। যার অধীনে প্রায় ১৩ লক্ষ এজেন্ট, ৩২ কোটি সংখ্যক মোট ৩২ লক্ষ কোটি টাকা অর্থমূল্যর পলিসি।যার অ্যাপ্লিকেশন ‘আনন্দ’.
এই অতিমারী পরিস্থিতিতে জীবন বিমার চাহিদা বেড়েছে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার কারনে সংস্থার এজেন্টরা সর্বক্ষেত্রে গ্রাহকের কাছে পৌঁছাতে পারছেন না। সেই অসুবিধার কথা চিন্তা করেই নতুন অ্যাপ্লিকেশন ‘আনন্দ’ চালু করল এলআইসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এলআইসির চেয়ারম্যান এমআর কুমার কয়েকজন শীর্ষ আধিকারিকদের সঙ্গে অ্যাপ্লিকেশনটি উদ্ভোদন করেন।
আধারের সঙ্গে লিঙ্ক থাকলে কোন এজেন্টের সাহায্য ছাড়াই গ্রাহক সরাসরি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পলিসি কিনতে পারবেন। তবে প্রয়োজনে তারা এজেন্টের সাহায্যও নিতে পারবেন।
এজেন্টদের জন্য ই-ট্রেনিং শুরু হয়েছে। এর জন্য মার্কেটিং পলিসিও চূড়ান্ত করা হয়েছে। এরফলে সরাসরি উপকৃত হবেন পলিসি ধারকেরা।