BRAKING NEWS

Buddha Purnima : বৌদ্ধ ধর্ম অনুযায়ী বুদ্ধের চার আর্যসত্য, কি কি সেই জীবন পাথেয়

বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। অন্যদিকে হিন্দুদের কাছে তিনি বিষ্ণুর নবম অবতার রূপে পূজিত হন। বৌদ্ধ ধর্ম মতে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। সেই দিন বুদ্ধ পূর্ণিমা রূপে পালিত হয়। এই তিথিতেই তিনি তাঁর সাধনায় সিদ্ধিলাভ করে বোধিলাভ করেন।

মহাত্মা বুদ্ধ চারটি মহৎ সত্য জগতের সামনে তুলে ধরেন। তাঁর দ্বারা উত্থাপিত মহৎ সত্যগুলোকে বলা হয় ‘আর্যসত্য’। এই চারটি আর্যসত্যকে বৌদ্ধ ধর্মের মানুষজন জীবনের সারসত্য বলে মনে করেন। এই চারটি ‘আর্যসত্য’ হল –

১. জগৎ দুঃখময় – মহাত্মা বুদ্ধের মতে, মহাবিশ্বের প্রতিটি প্রাণীর দুঃখ আছে।

২. দুঃখের কারণ আছে – দুঃখের কারণ হিসাবে আসক্তির কথা বলেছেন বুদ্ধ। আসক্তির সাথে মিলিত আকাঙ্ক্ষা মানুষকে বারবার জন্ম-মৃত্যুর চক্রে ফেলে। মানুষ আসক্তি এবং তা পূরণের জন্য সদা সচেষ্ট। এই কারণে মানুষের মনে শান্তি হারায়। এটিই দুঃখের কারণ।

৩. দুঃখের নিবারণ করা সম্ভব – মানুষ আসক্তি ত্যাগ করে দুঃখ থেকে মুক্তি পেতে পারে। দুঃখের অবসান হলে মানুষ পরমানন্দ লাভ করে।

৪. অষ্টাঙ্গিক মার্গ – মহাত্মা বুদ্ধ আসক্তিভাব জয় এবং মোক্ষলাভের জন্য ৮ টি নীতি বা আদর্শ পালনের কথা বলেছেন। মহাত্মা বুদ্ধের দ্বারা নির্দেশিত এই ৮ টি নীতিকে ‘অষ্টাঙ্গিক মার্গ’ বলা হয়।

 

Leave a Reply