Buddha Purnima : গৌতম বুদ্ধের অষ্টমার্গ, জীবনে দুঃখ নিবারণের পথ

Buddha Purnima : গৌতম বুদ্ধের অষ্টমার্গ, জীবনে দুঃখ নিবারণের পথ

মহাত্মা বুদ্ধ চারটি মহৎ সত্য জগতের সামনে তুলে ধরেন। তাঁর দ্বারা উত্থাপিত মহৎ সত্যগুলোকে বলা হয় ‘আর্যসত্য’। এই চারটি আর্যসত্যকে বৌদ্ধ ধর্মের মানুষজন জীবনের সারসত্য বলে মনে করেন। এই সারসত্য মতে জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায়ও আছে। এই দুঃখ নিবারণের পথ ‘অষ্টমার্গ’

বুদ্ধ আসক্তিকে জীবনের দুঃখের প্রধান কারণ বলে উল্লেখ করেছেন। আসক্তিভাব জয় এবং মোক্ষলাভের জন্য ৮ টি নীতি বা আদর্শ পালনের কথা বলেছেন। বুদ্ধের দ্বারা নির্দেশিত এই ৮ টি নীতিকে ‘অষ্টাঙ্গিক মার্গ’ বলা হয়।
সেগুলি হল-
১. সৎ বাক্য
২. সৎ কর্ম
৩. সৎ চেষ্টা
৪. সৎ জীবিকা
৫. সৎ সংকল্প
৬. সৎ চিন্তা
৭. সৎ দৃষ্টি
৮. সৎ সমাধি
এই ‘অষ্টাঙ্গিক মার্গ’ পালন আসক্তি ও তা হতে উদ্ভুত দুঃখ জয়ের পথ বলে মনে করেন বুদ্ধের অনুসারীরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ