- Advertisement -
সামনেই দুর্গা পূজা। যেকোনো উৎসবে মেতে উঠতে বাঙালীর আর জুড়ি নেই। আর কয়েকদিন পরেই শহর জুড়ে চলবে শপিংয়ের মরসুম। শপিং করতে গিয়ে অনেকেই এই ভুলগুলি করে ফেলে। এবার সাবধান কেনাকাটা করার সময় মনে রাখবেন কিছু বিষয় –
১. আপনার সামর্থ্য অনুযায়ী পোশাক কেনা উচিত। আবেগের বসে দামি পোশাকে হাত দেওয়ার আগে এই বিষয়টি মনে রাখবেন নয়তো সমস্যায় পড়বেন।
২. কোন রং আপনার পছন্দ সেটার উপর নির্ভর করে শপিং করা ঠিক না, আপনাকে ঐ রঙে মানাচ্ছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।
৩. পোশাকের কাপড় আপনাকে কতটা সুখানুভূতি দেবে বা আপনি ঐ পোশাক পরে কতটা আরাম পাবেন তা বুঝেই পোশাক কিনবেন।
৪. বাজারে কিছু নতুন এলেই আপনাকে তা কিনতে হবে এটা ভুল ধারনা, আপনার পক্ষে কোনটা মানানসই আর কোনটা বেমানান তা বুঝেই কিছু কিনবেন।