Buddha Purnima 2023 : কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন তিথির হদিস

Buddha Purnima 2023 : কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন তিথির হদিস

বুদ্ধ পূর্ণিমা তথা গৌতম বুদ্ধের জন্মদিবস। বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীর এই দিনটি পালন করেন। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। অন্যদিকে হিন্দুদের কাছে তিনি বিষ্ণুর নবম অবতার রূপে পূজিত হন। বৌদ্ধ ধর্ম মতে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। সেই সঙ্গে এই তিথিতেই তিনি তাঁর সাধনায় সিদ্ধিলাভ করে বোধিলাভ করেন। তাঁর মহাপরিনির্বাণও এই দিনেই বিবেচিত হয়।

২০২৩ সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে ৫ মে, শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু ৪ মে, রাত ১১টা ৪৪ মিনিটে এবং তিথি সমাপ্ত হবে ৫ মে, রাত ১১টা ০৩ মিনিটে। এইদিন রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণও। চন্দ্রগ্রহণ ৫ মে রাত ৮টা ৪৫ মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত ১টায়।

এইদিন হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার রূপে বুদ্ধের আরাধনা করেন। অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বুদ্ধের বন্দনা করেন। বিশ্বাস, গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধিবৃক্ষের নীচে জ্ঞান লাভ করেছিলেন। এই দিন তাই বোধিবৃক্ষেরও পূজা করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ