এই বছর বুদ্ধ পূর্ণিমা পড়েছে ৫ মে, শুক্রবার। এইদিন রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণও। বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীর এই দিনটি পালন করেন। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ। অন্যদিকে হিন্দুদের কাছে তিনি বিষ্ণুর নবম অবতার রূপে পূজিত হন। বৌদ্ধ ধর্ম মতে, বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। সেই সঙ্গে এই তিথিতেই তিনি তাঁর সাধনায় সিদ্ধিলাভ করে বোধিলাভ করেন। তাঁর মহাপরিনির্বাণও এই দিনেই বিবেচিত হয়।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

এই বারের বুদ্ধ পূর্ণিমার শুভ যোগগুলি ৪টি রাশির লোকদের জন্য খুব শুভ।

মেষ- বুদ্ধ পূর্ণিমা দিনটি মেষ রাশির জাতকের জন্য সুফল আনতে চলেছে। ব্যবসা বাড়বে। চাকরিজীবীরা নতুন চাকরি পেতে পারেন। পদোন্নতি পেতে পারেন। আয়ও বাড়বে।

মিথুন – মিথুন রাশির জাতকদের বুদ্ধ পূর্ণিমা কৃতিত্ব অর্জনকারী সাফল্য দিতে পারে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। আয় বৃদ্ধি।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২৯/৫/২০২৩

সিংহ – এই সময়ে উপকৃত হবেন সিংহ রাশির জাতকেরাও। নতুন কাজ শুরু করলে সাফল্য আসবে। ধর্মীয় কাজে আগ্রহ ও যোগ বাড়বে। আদালতের বিবাদে সফলতা ও স্বস্তির সম্ভাবনা।

মকর – মকর রাশির জাতকদেরও রয়েছে আয় বৃদ্ধির সম্ভাবনা। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা মিলবে কর্মক্ষেত্রে। নতুন বাড়ি বা গাড়ি হতে পারে।