Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১০/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : আজ আপনি আপনার যে কোনো খুশি আপনার বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। যে কোনো আর্থিক সমস্যা আজ সমাধান হতে পারে। ভবিষ্যতে আপনি কি করতে চান সেটি ঠিক করবার আজ ভালো দিন। কারো সঙ্গে আপনার দীর্ঘ ঝগড়া থাকলে আজই মিটিয়ে নিন কেননা কাল খুব দেরি হয়ে যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে থাকেন তবে আজ আপনি নিজের জন্য সময় পাবেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : ভুল-ভাল চিন্তা করে মাথা খারাপ করবেন না। মাথা ফ্রেশ রাখুন। আর্থিক ভাবে উন্নতির জন্য পরিবারের পরামর্শ মেনে চলতে পারেন উপকারী হবে। আজ আপনি সকলের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আপনার সঙ্গী আজ আপনার মন ভোলানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ আপনার জন্য একটি সুন্দর দিন। বিনিয়োগ করলে আজ লাভবান হবেন। আপনার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে তবে সেটি শোধ করে দিন নাহলে সে আপনার বাড়ি এসে একটি খারাপ পরিবেশ তৈরি করতে পারে। আপনার প্রিয় বন্ধু আজ আপনাকে মনে করবে। সম্ভব হলে তার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। নিজের কথা অফিসের সকলকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন। কারণ তারা না বুঝলে আপনি ওপরের দিকে উঠতে পারবেন না। আজ আপনার সঙ্গী আপনাকে অদ্ভুত কিছু করে চমকে দেবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আপনার শরীর মন দুটোই আজ সুস্থ থাকবে। আজ আপনি আপনার নিকট আত্নীয়ের সহায়তায় ব্যবসায় উন্নতি করতে পারবেন। আর্থিক ভাবে লাভ দেখা যাচ্ছে। আপনার প্রিয়জন আপনাকে খুশি করার সমস্ত রকম চেষ্টা করবে। ফাকা সময় নষ্ট না করে ব্যবহার করুন। আপনার সব দিক দিয়েই তবে উন্নতি হবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো জিনিস সেবন করা থেকে দূরত্ব বজায় রাখুন। পুরোনো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না পরে অপশোষ করতে হবে। দ্রুত কাজ করার জন্য আপনি প্রশংসা পেতে পারেন। আজ কোনো সেমিনারে যোগ দিতে পারেন এটি আপনার ঞ্জান বাড়াবে। আপনার মেজাজ যদি খারাপ থাকে তবে সেটি আপনার সঙ্গী দ্বারা ঠিক হয়ে যেতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৪/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ আপনি গোটাদিন সুন্দর মুডে থাকবেন। আপনার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস ছিনিয়ে নেবার কারনে আপনার মেজাজ সামান্য খারাপ হতে পারে। আজ কারো আকর্ষণ পাবার জন্য সেরা একটি দিন। আপনার সামনে আজ অনেকগুলো রাস্তা খোঁলা থাকবে আপনি কোনটা অনুসরন করবেন সেটা আপনি ঠিক করবেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : আজ আপনার সঙ্গে এমন কারো দেখা হতে পারে যিনি অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে মজবুত হবার পরামর্শ দিতে পারেন। অন্যের ব্যপারে না জড়ানোই ভালো। আপনার জন্য আজ বিয়ের ঘন্টা বাজতে পারে। কোনো প্রস্তাব লোভনীয় হতে পারে। তবে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না কিছুটা সময় ভাবুন। এমন ব্যক্তিদের সঙ্গে মেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে। বিবাহিত জীবনে আজ সেরা একটা দিন হতে চলেছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : নিজের শরীরের দিকে নজর দিন। অর্থিক দিকে সামান্য ভেবে-চিন্তে এগোন। আপনার পছন্দের মানুষ আজ আপনার কাছে সময় চাইতে পারে। তাকে নিয়ে দূরে কোথাও যেতে পারেন এবং একাকী সময় কাটাতে পারেন। নিজের জিনিসের প্রতি যত্নবান হন। আপনার পরিচিত মানুষদের সাথে আজ নিদিষ্ট দূরত্ব বজায় রাখুন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনো সিদ্ধান্ত নেবার আগে কিছুটা ভাবুন। আপনায় কথায় আপনার প্রেমিকা আহত হতে পারেন। সে রেগে যাবার আগে তার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিন। আপনি যদি শিল্পী হন তবে আপনার শিল্প আজ প্রচুর নাম করবে। আজ আপনি বই পড়ে গোটাদিনটা কাটিয়ে দিতে পারেন। আপনার সঙ্গী আপনাকে আজ আনন্দ দিতে চেষ্টা করবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আপনার সঙ্গীর আচরণ আজ আপনাকে আঘাত দিতে পারে। আজ আপনার কর্মক্ষেত্রের কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে জাল পাততে পারেন। ভালো এটাই হবে চোখ কান খোলা রাখুন। ঘুমিয়ে সময় নষ্ট করবেন না নচেৎ পরে নিজে পস্তাবেন। পিতা-মাতার কাছ থেকে আর্থিক সাহায্য পাবার সুযোগ আছে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আর্থিক দিক দিয়ে আজকের দিনটি তেমন ভালো না। তবে আপনি বুদ্ধি দিয়ে কাজ করলে সমস্ত ক্ষতি লাভে রুপান্তরিত হতে পারে। আপনার পরিবারের বাঁধার কারনে আজ আপনি আপনার মনের মত কিছু করতে পারবেন না। আপনার সঙ্গী আজ আপনার চাহিদা নাও পূরণ করতে পারে যা আপনার মন খারাপ করে দেবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ আপনি বেশ ফুরফুরে থাকবেন। আর্থিক উন্নতি আজকের দিনটা আরো সুন্দর করে তুলবে। কেউ আপনার প্রতি খারাপ আচরণ করলেও আপনি তার সঙ্গে ভালো আচোরণ করুন। আজ আপনার সঙ্গীর শরীর খারাপ হতে পারে। তার দিকে নজর দিন।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

Medinipur : শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাহায্য করা হবে ক্যান্সার আক্রান্তদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা ইন্টারন্যাশনাল ফিল্ম...

Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের অবস্থানে কার্যত বলপ্রয়োগ করে রাজঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা...

Abhishek Banerjee : ফের ইডি-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

ফের ইডির তলব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ৩...