BRAKING NEWS

Horoscope Today : আজকের রাশিফল ১১/২/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আপনার বক্তব্য দ্বারা সকলের মন জয় করতে সক্ষম হবেন। ভাই-বোনের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য সাম্যটি শুভ। সাহসের সঙ্গে শত্রুর মোকাবিলা করুন, জয় নিশ্চিত। খরচ বৃদ্ধির যোগ আছে। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিক থেকে দিনটি শুভ।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কোনও প্রিয়ব্যক্তির কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। বিবাহিত জীবন খুব ভাল যাবে না। নতুন কোন কাজ শুরু করা ঠিক হবে না। প্রেমে খুব ভাল সাড়া পাবেন না। বাড়তি কিছু খরচ হতে পারে। বন্ধুদেরকে অতি বিশ্বাস করা ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দিবে। কোনও ছোট্ট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : ক্রোধ সংযত করা খুবই প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বাড়ির লোকের ভাল ব্যবহার আপনাকে আরও পরিশ্রমী করে তুলবে। নিজ কৌশলে ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা আছে। আজ কোন কাজই মনের মতো করে করা সম্ভব হয়ে উঠবে না। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে।

Horoscope Today : আজকের রাশিফল ৫/২/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : আপনার কোন ব্যবহারের জন্য কাছের লোকেরা মুখ ঘুরিয়ে নিতে পারে। কর্মস্থানে ভাল নির্দেশের জন্য সম্মান বাড়তে পারে। মানুষের সঙ্গে অযথা তর্ক করবেন না। মানসিক প্রেম দৈহিক প্রেমে রুপান্তর হতে পারে। ব্যবসায় ভাল সংবাদ আসতে পারে। অংশীদারি কোন ব্যবসায় সাফল্য বাড়তে পারে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো।

তুলা/ Libra রাশিফল Rashifal : পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ আর্থিক সাফল্য পেতে পারেন। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দিন সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে।

Horoscope Today : আজকের রাশিফল ৯/২/২০২৩

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। আজ দিনটি ভালো কাটবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : স্ত্রীর সঙ্গে মনোমালিন্য অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে একটু দেরি হবে। অন্য কারও বিবাহ নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারেন। কর্মে কোনও প্রকার চাপ বাড়তে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।