মেষ/ Aries রাশিফল Rashifal : দিনটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। কর্মস্থলে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির সুযোগ রয়েছে। সকল প্রতিবন্ধকতাকে জয় করে সফল হতে পারবেন। কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের সুযোগ আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার আশা। দূরারোগ্য ব্যধিকে জয় করতে সক্ষম হবেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : হঠাৎ রেগে যাওয়া প্রবণতা থেকে নিজেকে বিরত রাখুন। রাগের বশে কোনও বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন না যাতে বড় অনুতাপ করতে হয়। সপ্তাহের মধ‌্যভাগে ধনোপার্জন অধিক হলেও ব‌্যয়াধিক‌্য যোগ লক্ষ‌্য করা যায়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মোন্নতিতে এরাই আপনাকে সাহায‌্য করবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : দিনটি কর্ম উন্নতির। বেসরকারী চাকুরেদের কর্মস্থলে পরিবর্তনের সুযোগ আসবে। রাজনৈতিক নেতাকর্মীদের গণসংযোগ সফল হবে। প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ ও তদবির বিষয়ে আলোচনা ফলপ্রসু হতে পারে। ব্যবসায়ীক ব্যস্ততা বাড়লেও কাঙ্খীত আয় রোজগার হবে না।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে পরিবর্তনের শুভ যোগাযোগ আসতে পারে। সন্তানদের অন‌্যায় আচরণ বরদাস্ত করবেন না। সমাজ কল‌্যাণে ব‌্যয় বৃদ্ধি করে সামাজিক প্রতিষ্ঠা লাভ করুন। ব‌্যবসায়ীরা ব‌্যবসায় প্রচুর লাভের আশা করলে ব‌্যয়ের দিক লক্ষ‌্য রাখবেন।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২৮/৫/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : মানসিক অস্থিরতা ও রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। দাম্পত্য কলহ বাড়বে। ধনাগম যোগ। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। সঞ্চয়ের তুলনায় ব্যয় বাড়বে। রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরকে অসুস্থ করে তুলতে পারে। রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে। লটারি, ফাটকা বা শেয়ারে হঠাৎ প্রাপ্তিযোগ ল‌ক্ষ‌্য করা যায়। সপ্তাহের শেষের দিকে কোনও শুভ খবরে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : প্রতারিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। আর্থিক অগ্রগতি বজায় থাকবে। কর্ম ও ব্যবসায় শুভ ও দ্রুত উন্নতি। ব্যয় বাড়বে। দাম্পত্য কলহের সম্ভাবনা।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে কর্মদক্ষতার জন‌্য সুনাম অর্জন করতে পারবেন। ব‌্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি খুব একটা আশা ব‌্যঞ্জক না হলেও অর্থাগম শুভ। গৃহ পরিবেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হওয়া প্রয়োজন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে সাময়িক মনোমালিন‌্য কেটে যেতে পারে এবং বিবাহযোগ বিদ‌্যমান।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : অন্যের কাজের দায়িত্ব এড়িয়ে চলতে হবে। অযথা ঝঞ্ঝাটে পড়তে হতে পারে। আর্থিক দিক শুভ। প্রতিবেশীদের কাছে সম্মান বৃদ্ধি। ব্যয় বাড়বে। শারীরিক ভোগান্তির সম্ভাবনা।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজের অজান্তে কাছের কোনও মানুষকে কষ্ট দিয়ে ফেলতে পারেন। তৃতীয় ব‌্যক্তির উপস্থিতি দাম্পত‌্য কলহের সৃষ্টি করতে পারে। গৃহসম্পত্তি রক্ষার জন‌্য অতিরিক্ত ব‌্যয় হতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাদের কাজের মুন্সিয়ানা দেখাতে পারবেন। পুরনো কোনও সমস‌্যার সমাধান গুরুজন স্থানীয় কোনও ব‌্যক্তির সহায়তায় মিটে যেতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : জীবন সাথীর সাথে চলতে থাকা সকল মান অভিমানের অবশান হবে। চাকরির পাশাপাশি নিজের ব্যবসা আরম্ভ করার চেষ্টা সফল হতে পারে। খুচরা বিক্রয় বা কমিশনের কাজে কাঙ্খীত আয় রোজগারের সম্ভাবনা।

মীন/ Pisces রাশিফল Rashifal : বাক্যে ও আচরণে সংযমের অভাবে জটিলতা সৃষ্টি হতে পারে। কোনও মহিলার দ্বারা প্ররোচিত হয়ে সংসারে অশান্তি ডেকে আনবেন না। পিতা-মাতার প্রতি কর্তব‌্য পালন করার চেষ্টা করুন। অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা লক্ষ‌্য করা যায়।