Friday, September 29, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৫/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : আজ আপনার মেজাজ ঠিক নাও থাকতে পারে। নিজেকে সংযত করুন। প্রেমের দিক থেকেও নিজেকে সংযত করুন। শারীরিক সম্পর্ক থেকে আজ একটু দূরে থাকুন। সেরাটার প্রত্যাশা করেও, প্রস্তুত থাকুন খারাপের জন্য। প্রেমের দিক থেকে বাকি ভালোই কাটবে। শিক্ষার্থীদের জন্য পড়াশুনায় অনেক মনোযোগী হতে হবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আপনার মনের আশা পূর্ণ করবার আজ শ্রেষ্ঠ দিন। আপনার স্ত্রীর সাথে মনের মিলের জন্য আজ বিশেষ ভালো দিন। আজ আপনার সঙ্গী আপনাকে এমন কিছু শোনাবে যা আপনি বহুদিন থেকে শোনার জন্য অপেক্ষা করে আছেন। আপনার বিদেশে বানিজ্য থাকলে আজ ভালো ফল পেতে পারেন। আজ আপনার সঙ্গী ভালো মেজাজে থাকবে। এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন তৈরি করতে আপনার সঙ্গীকে সাহায্য করুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : ভালো কিছুর আসায় দিনটা কাটতে পারেন৷ চটজলদি জটিল সমস্যার সমাধান করতে পারবেন। অতিরিক্ত কথা না বলে চেষ্টা করতে পারেন প্রয়োজনে কথা বলতে৷ অকারণে অতিরিক্ত কাজের চাপ নেবেন না। সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে ঝগড়াবিবাদ হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বন্ধুবান্ধব বা আত্নীয়দের ওপর নিজেদের মত চাপাবেন না। আজ আপনার আর্থিক ভাবে লাভবান হবার সম্ভাবনা আছে। আজ আপনার জীবনে নতুন প্রেম আসতে পারেন। আজ আপনি সময়ের মূল্য বুঝবেন কিন্তু নিজেকে সময় দেবার জন্য সময় বের করতে পারবেন না। দিনটি আপনার বিবাহিত জীবনে সত্যিই দারুন। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন তা আপনি তাকে জানান।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন৷ আবেগ আপনার সাফল্যের পথে বাধা হয়ে উঠতে পারে। প্রেমের দিক থেকে নিজে থেকে নতুন কিছু করার উদ্যোগ নিন৷ সুবিধাবাদী লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন৷

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ আপনার আর্থিক ভাবে লাভবান হবার সম্ভাবনা আছে। আজ আপনার জীবনে নতুন প্রেম আসতে পারেন। আজ আপনি সময়ের মূল্য বুঝবেন কিন্তু নিজেকে সময় দেবার জন্য সময় বের করতে পারবেন না। দিনটি আপনার বিবাহিত জীবনে সত্যিই দারুন। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন তা আপনি তাকে জানান।

তুলা/ Libra রাশিফল Rashifal : আজ আপনার জীবনে সুখের বন্যা বইতে পারে। জীবনে গতি আন্তে নতুন কিছু করুন। পেশাগত ক্ষেত্রে সাফল্য আসতে পারে৷ সম্পূর্ণ উৎসাহের সাথে নতুন প্রকল্প শুরু করতে পারেন। ভবিষ্যতের জন্য সতর্ক থাকবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আপনার জীবনে চলা বিভিন্ন সমস্যা থেকে আজ আপনি মুক্তি পেতে পারেন। আজ আপনার দিনটি বেশ ভালো। এমন মানুষদের সঙ্গে কথা বলুন যাদের আপনি বিশ্বাস করেন। আপনার শরীরের দিকে নজর দিন। আপনার সঙ্গী আজ আপনাকে এমন ভাবে আনন্দ দেবে যে আপনি নিজেকে পৃথিবীর একজন ধনী ব্যক্তি মনে করবেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ হালকা মেজাজ গরম হতে পারে। উদ্যমী বা অস্থির বোধ করতে পারেন। মাথা ঠান্ডা রাখুন। কোনও কাজে সহজেই মনোনিবেশ করতে পারবেন ৷ বন্ধুদের সঙ্গে মজায় জীবন কাটান। প্রেমে সাফল্য আসবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : কারো অবহেলা আপনাকে আজ দুর্বল করে দিতে পারে। আপনার পরিবারের কাছ থেকে আজ আপনি আর্থিক সাহায্য পেতে পারেন। বন্ধুদের সঙ্গে দেখা করুন আজ, যাদের সঙ্গে বহুদিন ধরে দেখা হয়না। সঙ্গীকে সম্ভব হলে কিছু উপহার দিন এতে আপনার দিন আরো সুন্দর হয়ে উঠবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আপনার কাজে আজ প্রশংসিত হতে পারেন। তবে পদোন্নতির যোগ নেই। ব্যক্তিগত কোনও ক্ষতির কারণে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। ত্রিকোণ প্রেমের যোগ।

মীন/ Pisces রাশিফল Rashifal : নেতিবাচক চিন্তাধারা মনের মধ্যে আনবেন না। আজ বিনিয়োগ এ লাভ পাবেন। আজকের সন্ধ্যাটি আপনার অতিথিদের সঙ্গে বেশ সুন্দর কাটবে। চাকরির দিক দিয়ে আজ একটি নেতিবাচক দিন। আজ কঠিন সময়ে আপনার সঙ্গী আপনাকে সমর্থন নাও করতে পারে।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

Horoscope Today: আজকের রাশিফল ২৬/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আর্থিক অবস্থা আজ মজবুত হবে। পরিবারের লোকেদের সঙ্গে...

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

Chicago Durga Puja : নির্ঘন্ট না মেনেই শিকাগোয় বাঙালিদের দুর্গোৎসব

বাঙালির পায়ের তলায় সর্ষে! বিশ্বের যে প্রান্তেই যাওয়া যায় বাঙালির দেখা ঠিকই মিলবে। আর...