BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ১৬/৫/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করার চেষ্টা করুন। আজ আপনি অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। আপনার বাচ্চারা আপনার কথা না শোনায় আপনি হতাশ হবেন। আপনি তাদের নতুন করে বোঝাতে পারেন। আজ প্রেমে না পড়াই ভালো। এতে আপনার দুঃখ পাবার চান্স বেশি।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ। পরকীয়া থেকে সাবধান হতে হবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : অন্যের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দেবেন না। এগুলো আপনার ওপর খারাপ প্রভাব ফেলবে। আপনি অর্থ বিনিয়োগ করলে ভালো লাভের আশা রয়েছে। আজ কিছুটা সময় বের করে নিজেকে বোঝার চেষ্টা করুন। যে আপনি কি চান? আপনার সঙ্গী আজ আপনার ওপর কোনো কারনে চাপ সৃষ্টি করতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ হতে পারে। আজ মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়র অসহ্য যন্ত্রনায় অতিষ্ট হতে পারেন। যানবাহন ক্রয় শুভ।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ আপনার জন্য একটি হাসি-খুশি দিন। যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে আজই তাকে সে টাকা ফেরৎ দিয়ে দিন। আপনি আজ বুঝতে পারবেন আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন।
প্রেম করতে থাকুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। খাদ্য ও রবিশষ্যর ষ্টক ব্যবসায় ঝামেলা হবার আশঙ্কা। বাড়ীতে শ্যালক শ্যালিকার সাথে বিবাদ হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : কারো কথা থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো কিছুতে টাকা লাগানোর আগে দুবার ভাবুন। আপনার ভালো কাজ আজ আপনার অফিসের বসকে খুশি করে দিতে পারে। জীবনের ব্যস্ততার মধ্যে আজ আপনি সময় বের করতে পারবেন। নিজের উন্নতির জন্য সেই সময়কে কাজে লাগান।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশী হয়রানি বা গ্রেফতার সম্পর্কে সতর্ক হতে হবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : দিনটি আজ ভালো। আপনার কাছে আজ সব দিক দিয়ে অর্থ আসবে। আপনার যা ভালো লাগে তাই করুন। চেষ্টা করুন অন্যের ঝামালায় না জড়ানোর। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না।

মকর/ Capricorn রাশিফল Rashifal : অতীতের কঠোর পরিশ্রম গুলো আজ সুদ সমেত আপনার কাছে ফেরত আসবে। আজ আপনি আপনার সমস্যা ভুলে পরিবারের সঙ্গে মিশে যাবেন। বাড়ির ছোটোদের সময় দেবার চেষ্টা করুন। তারা আপনার অনুপস্থিতি অনুভব করছে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : গোটাদিনের পর রাতে আর্থিক লাভের সম্ভাবনা আছে। বাড়ির কোনো অনুষ্ঠান আজ আপনার চাপ কমাবে। সন্ধ্যাটা বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে। জীবনে হঠাৎ করে প্রেম আসার সম্ভাবনা আছে। আপনি আজ কর্মক্ষেত্রে খুব ভালো কাজ করায় সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal : সুনাম ও সম্মান বৃদ্ধির সুযোগ পাবেন। পিতার সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা দেখা যায়। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে তেমন কোনো উপকার হবে না। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলাপূর্ণ।

Leave a Reply