Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৬/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : বড়ো সরো জটিলতা থেকে রেহাই পাবেন। এক্ষেত্রে সঙ্গিনীর ভূমিকাও থাকবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। সন্তানের কোন কর্মের কারণে সম্মান বৃদ্ধি হবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কাজকর্মে ত্রুটির আশঙ্কা। এজন্য গুরত্বপূর্ণ কাজে খুবই সতর্ক থাকতে হবে। খুচরো ব্যবসায়ীরা লেনদেনে পারদর্শীতা বজায় রাখুন। নাহলে লোকসান হতে পারে। ব্যবসা বাড়ানোর পরিকল্পনার সঠিক সময়। ঋতু বদলের প্রভাব স্বাস্থ্যে পড়তে পারে। মহামারি নিয়ে সতর্ক থাকতে হবে। সপরিবারে ধর্মগ্রন্থ পাঠে মন শান্ত হবে। পরিবারে ছোট ভাই-বোনের সঙ্গে না থাকলেও তাদের সম্পর্কে খোঁজখবর নিন। বাড়িতে সকলের সহযোগিতায় প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করা যেতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি হতে পারে বা হারাতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : অন্যদের সমালোচনা থেকে দূরে থাকুন। কর্মস্থলে অধঃস্তন কর্মীদের পূর্ণ সহযোগিতা করুন। কারুর বিশেষ দিন হলে তাঁকে অবশ্যই উপহার দিন। কাজকর্মে ত্রুটি হতে পারে। সেজন্য বস আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে। তরুণরা নিজেদের সঙ্গতি নিয়ে সচেতন থাকুন। মন্দ প্রবৃত্তির লোক আপনার সমস্যার কারণ হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে উত্তেজনা থেকে দূরে থাকুন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে। স্বামী, স্ত্রী যৌথ চেষ্টায় সমস্যার সমাধান। বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে। শরীরে কোনও ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। বিদেশে থাকা বন্ধুর খবর না পাওয়ার জন্য চিন্তা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১৩/৭/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : কর্মস্থলে সহকর্মীর কাজের বোঝা চাপে পারে। খুচরো ব্যবসায়ীরা সতর্ক থাকুন, লোকসানের আশঙ্কা রয়েছে। বড় ব্যবসায়ীদের লগ্নি করার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। যাঁরা চাকরি খুঁজছেন,তাঁদের সুরাহা হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঠাণ্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য জীবনে সমস্যার সুরাহার সম্ভাবনা। এতে মন প্রসন্ন হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কাজকর্মে টিমওয়ার্কের ওপর জোর দিন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। তরুণদের চাকরির অফার মিলতে পারে। পড়ুয়াদের টাইম-টেবিল কঠোরভাবে মেনেচলা দরকার। অ্যালার্জি সমস্যায় ফেলতে পারে। জরুরি ওষুধপত্র সঙ্গে রাখুন। আত্মীয়র নিমন্ত্রণ পেলে সপরিবারে যান।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : খেলাধূলার সম্বন্ধে ভাল খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। নিজের কোনও আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন। বাড়িতে মূল্যবান জিনিস চুরি হওয়ার যোগ রয়েছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার আলোচনা বন্ধ রাখাই ভাল হবে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১০/৭/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ কারুর দুঃখের কারণ যেন না হন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। সমধুর ভাষা ও সংযমিত ব্যবহার আপনার পরিচয় গড়ে তুলবে। কর্মস্থলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের সমস্যায় পড়তে হতে পারে। খুচরো ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির প্রয়াস গুরুত্ব সহকারে করুন। বিদ্যার্থীদের সময় অনুকূল। সুগারের রোগীরা চিকিৎসকের দেওয়া ওষুধ ও পরামর্শ মেনে চলুন। পরিবারে বাবা-মায়ের কথাবার্তা অবহেলা করা ঠিক না।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : সকালের দিকে কিছুটা অসুস্থ থাকতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক সঙ্কটের অবসান আশা করতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক সঙ্কটের অবসান আশা করতে পারেন। বকেয়া টাকা পয়সা আদায় হবে। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে সতর্কতা বজায় রাখুন। আজ পছন্দের উপহার মিলতে পারে। অফিসিয়াল কথাবার্তা অন্যদের সঙ্গে শেয়ার করলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। বড় ব্যবসায়ীদের দিন লাভজনক থাকবে। পুরানো লগ্নি থেকে বড় অংশের লাভ পেতে পারেন। তরুণ ও পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন। এতে পূর্ণ সাফল্য মিলবে। স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি অনুকূল থাকবে। বদহজম থেকে বাঁচতে হাল্কা ও সুপাচ্য খাবার খান।

x

Latest articles

Horoscope Today: আজকের রাশিফল ১/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

Virat Anushka : ফের বাবা হবেন বিরাট! অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা

ফের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কন্যা সন্তান ভামিকার জন্মের...

আরও খবর

Durga Puja in Australia : পার্থে মাতৃ আরাধনা! পঞ্জিকা ভুলে শনি-রবিতেই হুল্লোড়

অস্ট্রেলিয়ার পার্থ শহরের নামটা শুনলেই আমাদের চোখে সবুজ মখমলের মতো ক্রিকেট গ্রাউন্ড, প্রায় তেমনই...

Club : ক্লাবগুলি আর পাবে না আর্থিক অনুদান, সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের ক্লাবগুলিকে উন্নয়ন খাতে আর দেওয়া হবে না আর্থিক অনুদান, সিদ্ধান্ত রাজ্য সরকারের। সার্বিক...

World Cup 2023: বিশ্বকাপ খেলতে এসে ভারতে সংবর্ধনা দেখে অভিভূত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভারতে তিনি এবং তার সতীর্থরা যে ভালবাসা এবং সমর্থন পেয়েছেন...