মেষ/ Aries রাশিফল Rashifal : কোনো কাজের জন্য দূরে যেতে হতে পারে। কর্মস্থলে বসদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। যাঁরা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তাঁরা আরো বেশি লাভ করতে পারেন। প্রিয়জনের সম্পর্ক একটু পানসে হতে পারে। কিছু সময় পর ঠিক হয়ে যাবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : নিজের মধ্যে নতুন শক্তি ও উৎসাহ অনুভব করবেন। গত কয়েকদিনের পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। পারিবারিক নিরাপত্তার জন্য আপনার তৈরি করা নিয়মগুলি সঠিক। বাচ্চাদের সমস্যা সমাধানে তাঁদের সাহায্য করুন, এর ফলে তাঁদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়বে। কোনও বয়স্ক ব্যক্তিদের অসুস্থতার কারণে আপনার জরুরি কাজ আটকে যেতে পারে। ব্যবসায়িক কাজে গাফিলতি করবেন না। আবহাওয়া জনিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : ভালো সংবাদ পেতে পারেন।আজ কোনো কাছের বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটিতে ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্ম সূত্রে ভ্রমনের যোগ রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি পাবে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আশানুরুপ ফল পেতে পারেন।
- Advertisement -
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজকের দিনটি অশুভ। বিনা কারণেই ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্ম ক্ষেত্রে জটিলতা দেখা দেবে। শারীরিক অসুস্থতার কারনে দুশ্চিন্তায় পড়বেন। বন্ধুর সঙ্গে মনোমানিল্য হতে পারে।
- Advertisement -
কন্যা/ Virgo রাশিফল Rashifa : নিজের কোনও প্রকল্প কার্যকরী করবেন, যার ফলে মনে আনন্দ ও উৎসাহ থাকবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে কেউ আপনার আবেগপ্রবণতার সুযোগ তুলতে পারে। মায়ের সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেবেন না। অফিসে অধিকাংশ কাজ নিজে পূর্ণ করার চেষ্টা করুন। মিথ্যা ভালোবাসা বা বিনোদনে সময় নষ্ট করবেন না। গাঁটে ব্যথা বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : আপাতত কোনও ধরনের গুজবে কান দেবেন না। অনেকেই আপনার প্রতি ঈর্ষান্বিত থাকবেন এবং তাঁরা আপনার সমস্যা বাড়িয়ে দিতে পারেন। কোনও প্রতিবেশীর সঙ্গে বিবাদ সম্ভব। মার্কেটিংয়ের সঙ্গে জড়িত কাজে অধিক সময় কাটাবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। কোন শুভ সংবাদ পেতে চলেছেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় উন্নতির লক্ষণ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : ছাত্র ও যুবকরা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য লাভের জন্য পূর্ণ শক্তি প্রয়োগ করবেন। নিজের শক্তি ও সময়ের সদ্ব্যবহার করুন। আজ দুপুরের পরের সময় খুব শুভ থাকবে। দুপুরের পর আকস্মিকই কোনও কাজ পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিক চিন্তাভাবনায় সময় নষ্ট না-করে পরিকল্পনা রূপায়ণ করুন। আজ ব্যয় বাড়তে পারে। তবে লাভের সুযোগ পাবেন, তাই অধিক দুশ্চিন্তায় ভুগতে হবে না। নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ফলে ব্যবসায় নতুন পথ উন্মুক্ত হতে পারে। পারিবারিক জীবন সুখে কাটবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : সন্তান সম্পর্কে সুসংবাদ পাওয়ায় মনে আনন্দ থাকবে। কখনও কখনও অত্যধিক আত্মকেন্দ্রীক বা স্বার্থপর চিন্তাভাবনা বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। প্রয়োজনে নিজের ব্যবহার পাল্টাতে থাকুন। চাকরি ক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। স্বাস্থ্য ভালো থাকবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটি শুভসম্ভাবনায়। আর্থিক উন্নতি হবে। বকেয়া টাকা আদায় করতে পারেন। কোন বন্ধুর বাড়িতে ভ্রমনের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখী হবেন।
মীন/ Pisces রাশিফল Rashifal : আপনারা নিজের পরিশ্রম অনুযায়ী সঠিক পরিণাম লাভ করবেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের চিন্তাভাবনায় নমনীয়তা বজায় রাখুন। আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে বাদ-বিবাদের পরিস্থিতি তৈরি হতে দেবেন না। স্বামী-স্ত্রী নিজের কাজে ব্যস্ত থাকার কারণে একে-অপরকে সময় দিতে পারবেন না। অনেক সময় কাজের চাপের কারণে মেজাজ খিটখিটে থাকবে ও ক্লান্তি অনুভব করবেন।