Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৭/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পেতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ যে কোনও বিপদের সময় বন্ধুবান্ধব আপনার পাশেই থাকবে। আর তাদের সহায়তায় বিপদ থেকে মুক্তি। প্রেমিক-প্রেমিকার প্রেম এবার বিয়ের দিকে গড়িয়ে যাবে। রাজনীতিতে আজ শুভ দিন নয়, বেশ সচেতন থাকতে হবে। বেকারদের অস্থায়ী কাজের সুযোগ। স্বামী-স্ত্রীর সম্পর্ক মোটামুটি ঠিকই থাকবে। দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। ব্যবসায় ভালো আয় হতে পারে। প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বেশি ভারী কাজ আজ এড়িয়ে চলুন। একটু ক্লান্তিবোধ হবে। আপনার যথেষ্ট বিশ্রামের প্রয়োজন। আজ আপনি ব্যাংকলোন চাইলে বা কোনও কাজে ফাইন্যান্স চাইলে অবশ্যই পেয়ে যাবেন। সন্ধ্যায় অনেকটাই ভাল থাকবেন আর স্বামী স্ত্রী এক মধুর সময় কাটানোর যোগ। ছাত্র-ছাত্রীর জন্য ভালো দিন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সমাজ সেবায় ব্যস্ত থাকতে হতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : প্রেমিক-প্রেমিকার শুভ দিন। কর্মক্ষেত্রে বা রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বীরা আজ পরাজিত হবে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসার যোগ। গৃহে শুভ অনুষ্ঠান ও উৎসবের প্রস্তুতি। আজ স্বামী স্ত্রী একসাথে মনোরম সন্ধ্যা উদযাপন করতে পারেন।

তুলা/ Libra রাশিফল Rashifal : প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। হৃদরোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ একাধিক সূত্র থেকে আর্থিক লাভ অবশ্যই হবে। কিছু শুভকার্যে যোগ দিতে পারেন। পরিবারের সদস্যদের জন্য অবশ্যই টান অনুভব করবেন। বুঝতে পারবেন পরিবারের সদস্যরা আপনার জীবনকে ঘিরে রেখেছেন। সবদিক থেকেই প্রেমিক-প্রেমিকার জন্য শুভ দিন। সন্ধ্যায় আজ কোথাও ঘুরতে যেতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও শুভ সংবাদ পেতে পারেন। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১৬/৭/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : অনেক ঝঞ্ঝাট আর বিরুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কারোর কাছ থেকে অর্থ ধার নেওয়া বা দেওয়া যথাসম্ভব কমিয়ে ফেলুন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন। বিকেলের দিকে সামাজিক পরিমণ্ডলে সম্মান বৃদ্ধি আর এক আনন্দঘন সন্ধ্যা অবশ্যই পাবেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : ব্যবসায়ীরা আজ খুবই সচেতন থাকুন। কোনও খদ্দেরের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আজ ধার দেওয়া থেকে বিরত থাকুন। নতুবা পাওনা অর্থ উদ্ধার হতে কষ্ট হবে। স্বাস্থ্য সুন্দর রাখতে যোগব্যায়ামের দিকে নজর দিন। ছাত্র-ছাত্রীর ভুল চলার জন্য ক্ষতি।

x

Latest articles

Horoscope Today: আজকের রাশিফল ১/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

Virat Anushka : ফের বাবা হবেন বিরাট! অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা

ফের বাবা হতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি! কন্যা সন্তান ভামিকার জন্মের...

আরও খবর

World Cup 2023: বিশ্বকাপ খেলতে এসে ভারতে সংবর্ধনা দেখে অভিভূত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভারতে তিনি এবং তার সতীর্থরা যে ভালবাসা এবং সমর্থন পেয়েছেন...

Horoscope Today: আজকের রাশিফল ২৮/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে।...

Asian Games 2023: দেশের মেয়েরা ইতিহাস তৈরি করেছে,ভারত ক্রিকেট থেকে প্রথম সোনা জিতেছে

এশিয়ান গেমস ২০২৩-এর মহিলা ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ইতিহাস তৈরি করেছে। আজ ২৫শে...