Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৯/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : দিনটি ব্যক্তি জীবনে উন্নতির। ব্যবসায়ীক সকল ক্ষেত্রে আপনাকে আরো সহনশীল হতে হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি ধরে রাখতে হলে নিজের ইগো ত্যাগ করুন। আজ কর্মস্থলে আপনার মেধা ও বুদ্ধিই একমাত্র অস্ত্র যা দিয়ে যুদ্ধে জয় করে সম্মানিত হতে পারবেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : অতীতের সাফল্যগুলি নিয়ে আজ আপনি ভাববেন। যা আপনার মনোবল বাড়িয়ে তুলবে। আর্থিক দিক থেকে আপনার দিনটি আজ ভালো। আপনার কাছে আজ সব দিক দিয়ে অর্থ আসবে। আপনার যা ভালো লাগে তাই করুন। চেষ্টা করুন অন্যের ঝামালায় না জড়ানোর। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ প্রত্যাশিত কাজে কিছু জটিলতা দেখা দিলেও নিজের মেধা ও বুদ্ধি দিয়ে তা সমাধান করতে পারবেন। আত্মীয় স্বজনের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি ও মনমালিণ্য। ভূ-স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। পৈত্রীক স্থাবর সম্পত্তি লাভের ক্ষেত্রে অগ্রগতি।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : শরীরের দিকে নজর দিন। গোটাদিনের পর রাতে আর্থিক লাভের সম্ভাবনা আছে। বাড়ির কোনো অনুষ্ঠান আজ আপনার চাপ কমাবে। সন্ধ্যাটা বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে। জীবনে হঠাৎ করে প্রেম আসার সম্ভাবনা আছে। আপনি আজ কর্মক্ষেত্রে খুব ভালো কাজ করায় সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : দিনটি নিজের মেধা ও বুদ্ধির বিকাশের। সৃজনশীল প্রতিভা দিয়ে সকলকে চমকে দিতে সক্ষম হবেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারে অগ্রগতি হবে। পেয়ে যাবেন জাতীয় সম্মান। প্রেম ভালোবাসায় চলতে থাকা ভুল বুঝাবুঝি দূর করতে পারবেন। সন্তানের জন্য অর্থ ব্যয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীদের এগিয়ে যাওয়ার পালা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৪/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনি যদি কোনো সমস্যায় পরে থাকেন তবে সমস্ত লোকের কথা শুনুন হতে পারে কারো কথা থেকে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো কিছুতে টাকা লাগানোর আগে দুবার ভাবুন। আপনার ভালো কাজ আজ আপনার অফিসের বসকে খুশি করে দিতে পারে। জীবনের ব্যস্ততার মধ্যে আজ আপনি সময় বের করতে পারবেন। নিজের উন্নতির জন্য সেই সময়কে কাজে লাগান।

তুলা/ Libra রাশিফল Rashifal : দিনটি কর্মস্থলে জটিলতার। সহকর্মীদের সাথে দেখা দেবে মনমালিণ্য। ছোট ছোট ভুলবুঝাবুঝি থেকে জন্ম নেবে ব্যক্তি সংঘাতের। বুদ্ধিমানের মতো ছোট সমস্যাগুলোকে মিটিয়ে নিতে হবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসা বাণিজ্যে আজ কর্মচারীদের পূর্ণ সাহায্য লাভের আশা।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ আপনার জন্য একটি হাসি-খুশি দিন। যদি আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তবে আজই তাকে সে টাকা ফেরৎ দিয়ে দিন। আপনি আজ বুঝতে পারবেন আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : সাংসারিক জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর উপর কোনো কারনে রাগ হলেও তা দমন করতে হবে। সাংসারিক সুখ বজায় রাখাই সবচেয়ে বড় দায়িত্ব। অংশিদারী ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। আয় রোজগারের ক্ষেত্রে হবেন সফল। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২১/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : অন্যের বিরুদ্ধে ঘৃণা উগড়ে দেবেন না। এগুলো আপনার ওপর খারাপ প্রভাব ফেলবে। আপনি অর্থ বিনিয়োগ করলে ভালো লাভের আশা রয়েছে। আজ কিছুটা সময় বের করে নিজেকে বোঝার চেষ্টা করুন। যে আপনি কি চান? আপনার সঙ্গী আজ আপনার ওপর কোনো কারনে চাপ সৃষ্টি করতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ ভাগ্য উন্নতির দিন। অভিশপ্ত বেকার জীবনের থেকে মুক্ত হতে বিদেশ যাত্রার চেষ্টা হবে সফল। পেয়ে যাবেন বৈদেশিক প্রতিষ্ঠানে কর্মের সুযোগ। পেশাগত প্রশিক্ষণের জন্য নির্বাচিত হতে পারবেন আজ। অসমাপ্ত শিক্ষা জীবন পূণরায় আরম্ভ করার সঠিক সময় এখন।

মীন/ Pisces রাশিফল Rashifal : অন্যদের সাথে আনন্দ ভাগ করে নিন। এতে আনন্দ দ্বিগুন হয়ে যায়৷ একজন অতিথি আপনার বাড়িতে আসতে পারে। আজ আপনার প্রেম জীবন হিসেবে ভালো। প্রিয় মানুষের কাছ থেকে আজ উপহার পেতে পারেন। আজ আপনি বাকি সময় ধর্মীয় কাজ করতে পারেন। আপনার সঙ্গী আপনাকে অদ্ভুত কিছু করে চমকে দিতে পারে।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

বাবা-মায়ের বিবাদ! শিশুর নামকরণ আদালতের

জন্মের পরে নামকরণের ব্যাপারটা প্রত্যেকটা পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে নামকরণ নিয়ে স্বামী স্ত্রীর...

Todays Petrol Diesel Price 27/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Medinipur : শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাহায্য করা হবে ক্যান্সার আক্রান্তদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা ইন্টারন্যাশনাল ফিল্ম...