Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : দুপুরের পর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চাইলে অফিসে শরীর খারাপের বাহানা দিতেই পারেন আজ বিপদ নেই। ভালোই কাটবে গোটা দি। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। আর্থিক যোগাযোগ শুভ হবে। রাজনৈতিক ক্ষেত্রে মধ্য সারির নেতাদের উত্তেজনা পরিহার করে চলতে হবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : বেকার যুবক যুবতীর অস্থায়ী কর্মযোগ। অত্যধিক পরিশ্রমের ফলে ক্লান্তি ভ্রমণ। বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে আড্ডা। নার্ভের সমস্যা। বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ততা। রেস্টুরেন্ট ব্যবসায় লাভ। ছাত্র-ছাত্রীরা শুভফল পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে। পাওনা অর্থ আংশিক উদ্ধার হবে। খুব বেশি লাভ হবে না। আজ যানবাহন সাবধানে চালান।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ প্রেমের জন্য ভালো দিন। আজ আপনি এমন কারোর সঙ্গে দেখা করতে পারেন যার প্রতি আপনার আগ্রহের জন্ম হবে। যারা তাদের স্বাস্থ্যের উন্নতি করতে চাইছেন, তাদের জন্য আজ একটি নতুন ওয়ার্কআউট রুটিন শুরু করার জন্য ভাল দিন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে হবে। কর্মস্থলে গৃহ উভয় স্থানেই শান্তি থাকবে, আপনি চাপ মুক্ত থাকবেন। ওজন বৃদ্ধি জনিত সমস্যা থাকবে। ছাত্র-ছাত্রীদের জন্য শুভফল। স্বামী-স্ত্রীর সদ্ভাব বজায় থাকবে। এই জাতকের জন্যে আজ খুব ভাল দিন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ সাংস্কৃতিক ক্ষেত্রের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। তাই অফিসে ডুব দিলে, মাটি হবে না আপনার দিন। বরং মন ভালো হবে। আর্থিক প্রাপ্তিযোগ শুভ। তবে এক্ষেত্রে আপনাকে বন্ধুদের সঙ্গে যথেষ্ট কৌশলী হতে হবে। অতিরিক্ত পানাহারে কিছুটা অসুস্থতা অনুভব করতে পারেন।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ বুদ্ধিভ্রমের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাজে সম মানসিকতার বন্ধুদের সাহায্য নিন।যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই।

তুলা/ Libra রাশিফল Rashifal : সরকারি কর্মচারীরা আজ কিছুটা জটিলতার মুখোমুখি হতে পারেন। প্রিয়জনের কেউ আজ আপনার বিরাগভাজন হতে পারে। সম্পত্তি বণ্টন সংক্রান্ত আলোচনায় সমঝোতা করে চলার চেষ্টা করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : অফিসে উন্নতির যোগাযোগ। আজ অযথা খরচ বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করেও লাভ হবে না। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। আশা। ওষুধ ব্যবসায়ীদের বেশ ভালো লাভ।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : ব্যস্ততার ভেতর দিয়ে দিনটি আজ কেটে যেতে পারে। আজ কোনো ধরনের ছোটখাটো কারণে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সূত্রপাত হতে পারে। ব্যবসায়ীদের আজ সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : কাজের চাপ থাকবে তাই সন্ধ্যের পর ক্লান্ত বোধ করবেন। কিছু নতুন জায়গা জমি কেনার কথা ভাবতে পারেন। পরিবারের কোনও লোকের বিরূপ আচরণ মনে অশান্তির সৃষ্টি করবে। আজকে প্রেমে ভালো কিছু আশা করবেন না। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি খুবই সদয় থাকবেন। স্বামী স্ত্রীর পরামর্শে আজ লাভই হবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : কাজে অনেক অগ্রগতি হবে। নির্বাচন সংক্রান্ত কাজে এলাকায় যোগাযোগ রক্ষা করে চললে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। আত্মীয়-স্বজনদের কেউ জমিজমা সংক্রান্ত কাজে সাহায্য করতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : আপনার দিনটি কর্মোদ্দীপনায় কেটে যেতে পারে। ব্যবসায়িক বিষয়ে চিন্তা-ভাবনা না করে হঠাৎ করে কোনো দায়িত্ব কারও ওপর চাপিয়ে দেয়া ঠিক হবে না। নিজের ব্যবসায়িক ক্ষেত্রে নতুন করে অর্থলগ্নির সুযোগ আসতে পারে।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

বছরের পর বছর ধরে পুজোতে একত্রিত হন মল্লিক বাড়ির সদস্যরা

কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি-সার্বজীনন ক্লাবের পুজোগুলো।...

ISRO : এবার শুক্রগ্রহ অভিযান ইসরোর, চলছে শুক্রযান-১ এর প্রস্তুতি

চাঁদ সূর্যের পর এবার মিশন শুক্রে। গত মঙ্গলবার ISRO র চেয়ারম্যান জানিয়েছেন শুক্র মিশনের...

মহালয়া থেকে দশমী মেনে চলুন কিছু সহজ নিয়ম ভাগ্য বদলাবে

দেবীপক্ষের সূচনা হয় মহালয়া থেকেই, চলে দশমী পর্যন্ত। শাস্ত্র অনুযায়ী এইসময় মা বাপের বাড়িতে...