BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ২২/০৩/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : পরিবারের প্রত্যাশা পূরণ করতে পারবেন মেষ রাশির জাতকরা। যশ বৃদ্ধি। সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মানসিক অবসাদ আসতে পারে। বন্ধু সমাগম হতে পারে। ব্যবসায় নতুন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।

বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজকের দিন বৃষ রাশির জাতকের জন্য বিশেষ ফলদায়ী না হওয়ার সম্ভাবনা। গুরুত্বপূর্ণ পরিকল্পনা থাকলে ভেবে দেখা উচিত। ছাত্ররা পরিশ্রমের ফল পাবেন। শ্বশুরবাড়ির তরফে অর্থলাভ হতে পারে। পারিবারিক জীবনে অবসাদ আসতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

মিথুন/ Gemini রাশিফল Rashifal : মিথুন রাশির জাতকদের আজ শুভদিন। পারিবারিক অশান্তির অবসান হবে। যদিও পিতার স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা। সন্তান নিয়ে কোনো চিন্তা থাকলে সেই তরফে সুসংবাদ মিলতে পারে। পুরাতন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : কর্কট রাশির জাতকের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। ব্যবসার জন্য অনুকূল সময়। আর্থিক সমস্যা দূর হবে। ব্যবসা বৃদ্ধি পাবে এবং বাধা দূর হবে। ছাত্রদের উন্নতির জন্য শিক্ষকের সাহায্য নিতে হবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : আজকের দিনটি অনুকূল নয়, সমস্যা আসতে পারে। অফিসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। প্ররোচনায় পা দেবেন না। পারিবারিক তিক্ততা আলোচনার মাধ্যমে অবসান হতে পারে। রোজগারের সুযোগ তৈরি হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজকের দিনটি আপনাদের জন্য সাফল্যের দিন। কর্মক্ষেত্র ও ব্যবসায় বিপরীতপন্থীদের হারাবেন। আপনার ক্ষতিসাধনের চেষ্টা হলেও সাফল্য আসবে। দাম্পত্য জীবন মধুর হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : আপনাদের আজ অত্যন্ত পরিশ্রমের দিন। খুব খাটাখাটুনি, দৌড়ঝাঁপে দিন কাটবে। তা সত্ত্বেও আয় কম ও ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা। পারিবারিক অশান্তি আসতে পারে। গোপন শত্রু সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। সব কারণে মানসিক অবসাদ আসতে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ ভাগ্য আপনার সঙ্গে৷ প্রিয়জনের সাথে মনের কথা বলুন, উপকার পাবেন। কর্মক্ষেত্রে পিতার পরামর্শ নিন। ভাই বোনের সম্পর্ক মজবুত হবে। পরিবারের ছোটদের সঙ্গে দিনের শেষে আনন্দে কাটাবেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজকের দিনটি আপনার জন্য শুভ নয়। শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুর মাধ্যমে অর্থলাভ হতে পারে৷ পারিবারিক ধনলাভ হতে পারে৷ জীবনসঙ্গীর জন্য উপহার কিনুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ ভাগ্য আপনার সহায়। সারাদিন আনন্দে কাটবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবসান হতে পারে। কোনো কাজ থাকলে সময়ে সম্পন্ন করুন। নতুবা পরে সমস্যা হতে পারে। দিনান্তে অতিথিদের সাথে সুন্দর সময় কাটতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজকের দিনটি কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ। বৃদ্ধা মহিলার আশীর্বাদে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা। সহোদরের সাথে মনোমালিন্য হতে পারে৷ কথা বলার সময় বিশেষ সতর্ক থাকুন। অর্থ লাভের যোগ রয়েছে এবং আর্থিক ভিত মজবুত হবে। ধর্মীর কাজের জন্য মান সম্মান পেতে পারেন।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ ভাগ্য আপনার সহায়। ব্যবসায় অর্থ লগ্নির পরিকল্পনা নিলে পরবর্তীতে লাভবান হবেন। আয়ের নতুন উৎস মিলতে পারে। ভাগ্যের পূর্ণ সঙ্গ মিলবে তাই ভালো কোনো কাজের পরিকল্পনা শুরু করতে পারেন। তবে বিরোধীদের থেকে সতর্ক থাকবেন।

(বিঃ দ্রঃ – লিখিত তথ্য সাধারণ বিশ্বাস ও প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। সমস্ত বিষয় বিশ্বাসের উপর নির্ভরশীল হলেও প্রামাণ্য নয়)

Leave a Reply