Friday, September 22, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২৩/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : চিন্তায় ফেলতে পারে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি৷ এর ফলে পেতে পারেন মানসিক আঘাতও। সক্ষম হবেন জেদ এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এই পরিস্থিতি থেকে সত্ত্বর বেরিয়ে আসতে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করুন। মনে রাখতে হবে যে, সাফল্য অর্জনের ক্ষেত্রে ভাগ্যের ভূমিকা মাত্র এক শতাংশ এবং বাকিটা নিজেকে তৈরি করতে হবে৷
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি বাবদ আর্থিক প্রাপ্তিযোগ বৃদ্ধি হতে পারে। বিবাহযোগ‌্য সন্তানদের বিবাহযোগ বিদ‌্যমান। দাম্পত‌্য কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানদের বিদ‌্যাচর্চায় সতর্ক দৃষ্টি দেওয়া প্রয়োজন। এইসময় এই রাশির জাতিকাদের শ্রম ও অধ‌্যবসায়ের মাধ‌্যমে ভাগে‌ ভাগ্যোদয় ত্বরান্বিত হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং নতুন সম্পর্ক তৈরি করার জন্য আজকের দিনটি ভালো। বাড়িতে সমাগম হতে পারে আত্মীয়-স্বজনদের৷ ছোটোখাট সামাজিক অনুষ্ঠানের দরুন বাড়িতে তৈরি হতে পারে আনন্দমুখর পরিবেশ৷

কর্কট/ Cancer রাশিফল Rashifal : সংসারে অতিরিক্ত ব‌্যয়ের কারণে সঞ্চয় কম হতে পারে। সমাজ কল‌্যাণমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে সামাজিক প্রতিষ্ঠা লাভ করুন। সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীদের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়লেও শেষের দিকে সুফল পাবেন। অন্যের কথা শুনে সাংসারিক অশান্তি করবেন না। তাতে সন্তানদের উপর মানসিক চাপের সৃষ্টি হতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ভারসাম্য বজায় থাকবে কাজ এবং ব্যক্তিগত জীবনে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হবেন। আর্থিক লাভ নির্ধারিত হবে আপনার আলস্যের উপর। তবে বুঝে খরচ করাটাই শ্রেয়।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২১/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আপনি ভাই-বোনদের প্রতি স্নেহশীল হলেও তাদের ব‌্যবহারে মানসিক আঘাত পেতে পারেন। অত‌্যধিক অপব‌্যয়ের ফলে অর্থ কষ্টে সাংসারিক ঝামেলার সৃষ্টি হতে পারে। পত্নীর শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে। বিবাহযোগ‌্য জাতক-জাতিকাদের বিবাহ যোগের সম্ভাবনা প্রবল।

তুলা/ Libra রাশিফল Rashifal : আনন্দ দেবে পারিবার কেন্দ্রিক জীবনযাত্রা। মানসিক শান্তি আসতে পারে পরিবারের সদস্যদের সুখ -সমৃদ্ধিতে৷ পেতে পারেন প্রেমের প্রস্তাব৷ প্রিয়জনকে ঘিরেই আজকের দিনটা কাটতে পারে৷ অবসান ঘটতে পারে ভুল বোঝাবুঝির। কোনও ব্যক্তির উপর আধিপত্য দেখানো থেকে বিরত থাকাই শ্রেয়।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : বন্ধুর সহায়তায় ব‌্যবসায় সাফল্য আসবে। কর্মক্ষেত্রে গোপন শত্রু চিহ্নিত করে তাদের থেকে নিজেকে সরিয়ে রাখুন। পত্নীভাগ্যে এই সপ্তাহে কিছু ধন উপার্জন যোগ রয়েছে। সন্তানদের বিদ‌্যালাভে বাধাবিঘ্নর সৃষ্টি হলেও পরীক্ষার ফল ভালই হবে। নিকট-আত্মীয়ের স্বাস্থ‌্য বিশেষ উদ্বেগের কারণ হতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২০/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় বহুদিন ধরে চলা কর্মক্ষেত্রে সমস‌্যার সমাধান সম্ভব। কর্মপ্রার্থীদের সপ্তাহের মধ‌্যভাগে কর্মের সুযোগ আসতে পারে। বাবা-মা’কে নিয়ে সাংসারিক মনোমালিন্যে মানসিক ক্লেশ বৃদ্ধি পাবে। এই সময় লটারি বা ফাটকায় অর্থ বিনিয়োগ না করাই শ্রেয়।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : মনে আসতে পারে ছোটোবেলায় চিন্তামুক্ত দিনগুলিতে ফিরে যাওয়ার ইচ্ছা। স্মৃতি রোমন্থনের জন্য ফেলা আসা শহরতলিতে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন। আনন্দ দিতে পারে হঠাৎ করে যোগাযোগ হওয়া পুরোনো বন্ধুর সঙ্গ।

মীন/ Pisces রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে পরিস্থিতির চাপে মানসিক অবসাদগ্রস্ত হবেন না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ব‌্যবসায়ীদের নতুন কোনও কর্মপ্রকল্পকে ঘিরে ব‌্যস্ততা বাড়তে পারে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি ও সন্তানের কোনও শুভ খবরে পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Contai Durga Puja : কাঁথির কিশোরনগর গড়ে দেবীর ঘট পশ্চিমমুখী, হোমাগ্নি জ্বলে সূর্যের আলোয়

কলকাতাকে অনুসরণ করে জেলা শহর ও মফস্বলগুলিও থিমের পুজোয় (Durga Puja) মেতে উঠেছে। কিন্তু...

Todays Petrol Diesel Price 19/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

চাকরির লাইনে দাঁড়ানোর দিন শেষ, মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা

সদিচ্ছা থাকলে মাত্র ৫ হাজার টাকা দিয়ে এই ব্যবসা করলে বেকার যুবক-যুবতীরা হতে পারেন...