Friday, September 22, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২৪/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : আপনার ব্যবহার একটু ভাল করার চেষ্টা করুন। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে থাকলেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী কাজ করুন। নিজের ওপর কাজের বোঝা বাড়াবেন না। টিম লিডার হলে অধীনস্তদের ওপর কড়া নিয়ম চালু করবেন না। খাওয়া-দাওয়ার ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা। তরুণদের ভালো চাকরির সুযোগ। আগে থেকেই অসুস্থদের স্বাস্থ্য নিয়ে কোনওভাবেই গাফিলতি করা উচিত নয়। পরিবারে নিজের ভূমিকা নিয়ে সতর্ক থাকুন।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কাজের চাপের জন্য সংসার অবহেলা। আজ বন্ধুবিচ্ছেদ হতে হতেও বেঁচে যাবেন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভাল হলেও খরচও থাকবে প্রচুর। প্রেমে প্রচুর সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও কিছু বুঝতে না পারলে গুরুজনদের পরামর্শ নিলে তা লাভজনক হতে পারে। কোম্পানির অ্যাডভাইরাস পদে থাকলে ভেবেচিন্তে পরামর্শ দেওয়া উচিত। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ভালো ডিল বা ক্লায়েন্ট মিলতে পারে। বিদেশে পড়াশোনা করতে চাইলে আবেদনের সঠিক সময়। পড়ুয়ারা পরীক্ষার জন্য রিভিশনের ভালো ফল পেতে পারেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসবে। মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়।

আরও পড়ুন:  Horoscope Today:আজকের রাশিফল ২৫/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : অফিসের পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। এতে কঠিন কাজও সহজে সম্পূর্ণ হবে। বসের প্রশংসা পেতে পারেন। কাঠের ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। সমস্ত কাগজপত্র সম্পূর্ণ করে রাখুন, নাহলে সরকারি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। আবহাওয়ায় বদলের পরিপ্রেক্ষিতে শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদের আশঙ্কা। সংসারে সুখ ফিরতে দেরি হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ কারুর খামতি নিয়ে তাকে মজার খোরাক বানাবেন না। নাহলে ভবিষ্যতে আপনিও হাসির পাত্র হয়ে উঠতে পারেন। বসের বকাঝকার আশঙ্কা। আয় ও ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখতে হবে। অফিসিয়াল কাজকর্ম বাড়ায় মুড অফ থাকতে পারে। টিম ওয়ার্কের পরিণাম ভালো হবে। স্টেশনারির ব্যবসায়ীদের বিক্রি বাড়বে। যুবক ও পড়ুয়াদের দিনটি ভালো যাবে। কিন্তু দৈনন্দিন কাজকর্মে কোনওভাবেই গাফিলতি করা যাবে না। যান খারাপ হয়ে যাত্রায় সময় মুশকিলে পড়তে পারেন। বাড়ির ব্যাপারে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন। দুপুরের পরে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ সংযত ও পরিমিত ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। উচ্চ পদাধিকারীদের সঙ্গে বনিবনার অভাব হতে পারে। পেশায় শিক্ষক হলে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো। উচ্চ শ্রেণীর পড়ুয়ারা পড়াশোনায় একেবারেই গাফিলতি করবেন না। খাবারে ফাইবারের মাত্রা বাড়াতে হবে। কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা থাকায় জলপানের পরিমাণ বাড়ান।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা থাকবে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজকের দিন সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ লাভপ্রদ হবে। অফিসে মনোমতো কাজ হবে। স্টেশনারী ব্যবসায়ীদের পক্ষে আজ দিনটি সেভাবে ফলপ্রদ নাও হতে পারে। তরুণদের প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূ্র্ণ কাজের জন্য করা উচিত। এর অপব্যবহার ভবিষ্যতে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। পড়ুয়াদের চাপমুক্ত মনে পড়াশোনা করা দরকার।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

World Bank : বিশ্ব ব্যাঙ্ক থেকে ৩,২০০ কোটি টাকা ঋণ পাচ্ছে রাজ্য

রাজ্যের (West Bengal) জন্য সুখবর! বিশ্ব ব্যাঙ্ক (World Bank) রাজ্য সরকারকে ৩,২০০ কোটি টাকা...

Katwa Durga Puja : দেওয়ালের ভিতর দেবীর আবির্ভাব! শ্রীখণ্ড গ্রামে ‘কাঁথেশ্বরী’ দেবী

আমাদের বাংলার গ্রামগুলির আনাচে কানাচে ছড়িয়ে আছে কত বিখ্যাত, পরিচিত, অপরিচিত পুজো (Durga Puja)।...

Horoscope Today: আজকের রাশিফল ১৫/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : বাড়ির বড়দের স্নেহ ও আশীর্বাদ বজায় থাকবে। একটা...