মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ দেখা দিতে পারে। বাড়তি কিছু কথা আজ বিবাদ বাড়াতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : আজ ভাল সুযোগ আসতে পারে, কাজে লাগান। বাহিরের কোনও অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। খুব নিকট কারও কাছ থেকে আঘাত থেকে সাবধান। পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি এবং এই কারণে আনন্দ। প্রেমে তৃতীয় কারও জন্য অশান্তি হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কোনো ন্যায্য পাওনার জন্য অনেক সময় নষ্ট হতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজ একটি ভালো দিন। মানসিকভাবে কিছুটা চিন্তিত থাকবেন। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি আরও বেড়ে যেতে পারে। সাবধানে চলাফেরা করাই শ্রেয় বিপদের সম্ভাবনা আছে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : নিজের আবেগ, সেন্টিমেন্টকে খুব গুরুত্ব দেবেন না। সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে।
- Advertisement -
সিংহ/ Leo রাশিফল Rashifal : শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার হতে পারে। কাজের পরিধি বাড়তে পারে। বাড়িতে তুচ্ছ কারণে তুমুল অশান্তির সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ।
- Advertisement -
কন্যা/ Virgo রাশিফল Rashifa : প্রেমের ক্ষেত্রে কোনও প্রস্তাব পেতে পারেন। তবে বুঝে সিদ্ধান্ত না নিলে মনোমালিন্য হবে। আবার মনোমালিন্য হলেও বিচ্ছেদ হবে না। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal : পুরনো কারো সঙ্গে যোগাযোগ হতে পারে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে কর্মে কোনো প্রকার সাহায্য পেতে পারেন। অংশীদারি ব্যবসায় খুব ভালো ভাবে নজর রাখুন। পরিবারে একটু ঝামেলা হতে পারে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : অপরের ধীরে চলা আপনার পছন্দ হবে না। শত্রুর কোনো বাধা অপসারণ করতে অধিক মনের জোর দরকার। ব্যবসা মোটামুটি থাকবে। দিনের শেষে বাড়তি কোনো খরচ হতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। শরীর ভালো যাবে না। মূত্র, সুগার ও উচ্চ রক্তচাপ জনিত রোগে কষ্ট পাবেন। হৃদরোগীরা সতর্ক থাকুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান। আজ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি নিয়ে চিন্তা।
মীন/ Pisces রাশিফল Rashifal : বাড়তি কিছু খরচের জন্য চিন্তা হতে পারে। কোন ঝুঁকিপ্রবণ কাজ না করাই ভালো। নিজের মেধা দিয়েই শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা আছে।