Friday, September 22, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২৮/৭/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : আজ সরকারী চাকরিতে আপনার কাজের জন্য সম্মানিত হতে পারেন। স্বাধীন কাজের সাথে জড়িতদের আজ কাজে অগ্রগতি হবে। বিকালের দিকে বকেয়া কিছু টাকা পেতে পারেন। রেস্তোরা ব্যবসায়ীদের আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটম্বর সাহায্য পাওয়ার আশা।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : সন্তানের ভালো কাজের জন্য প্রতিবেশীদের কাছে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বাড়তি আয় থেকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। সন্ধ্যাবেলায় একটু বিশ্রামের প্রয়োজন আছে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : সকালের দিকে পেতে পারন কোনো ভালো সংবাদ। মন মেজাজ ভালো হয়ে উঠবে। আর্থিক সঙ্কটকে জয় করতে সক্ষম হবেন। বিকালে আপনার প্রভাব প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধির একাধিক সুযোগ আসবে। সাঙ্গঠনিক কাজে সম্মানিত হতে পারবেন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে সাহায্য করবে। আজ সব দিকে খুব ভালো যোগাযোগ হতে পারে। কাজে কর্মে সমমনা বন্ধুদের সাহায্য পাবেন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সুযোগ আসবে। আর্থিক বিষয়ে পিতার সাহায্য লাভের আশা। ব্যবসায়ীক ক্ষেত্রে আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। বিকালে বন্ধুদের সাথে দেখা করতে পারেন। ঠিকাদারী ব্যবসায়ীরা কোনো কাজের দেন দরবারে সফল হবেন। রাজণৈতিক বড় ভাই বোনের সাহায্য লাভের আশা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৪/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : ব্যবসায় বুদ্ধির জোরে লাভ বাড়তে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হতে পারে। এক কাজ বারবার করার কারণে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : ভাগ্য সহায় হওয়াতে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। বিকালে কর্মস্থলে আপনি সফল ও প্রশংসিত হবেন। সৃজনশীল পেশাজীবীরা নিজের দক্ষতা দিয়ে আজ অসম্ভব কাজকে সম্ভব করতে সক্ষম হবেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আঘাত যেন না লাগে তাই সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনো কাজ নিয়ে চিন্তা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে সুবিধা পেতে পারেন। বন্ধুদের কারণে অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : দিনটি সাফল্যের। ব্যবসা বাণিজ্যে সফল হবেন। সাংসারিক জীবনে স্ত্রীর মান ভাঙ্গাতে অর্থ ব্যয় করতে হবে। বিকালে ঝুঁকিপূর্ণ কাজে সফলতা আশা করা যায়। রাস্তাঘাটে বেপরোয়া ভাবে চলার চেষ্টা করবেন না। হটাৎ করেই আঘাত পেতে পারেন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৩/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : কারো কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের অনেকের বিয়ের শুভ যোগ আছে। নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধির যোগ রয়েছে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : গোপন শত্রুতার কারনে পদস্ত কর্মকর্তার দ্বারা লাঞ্চিত হওয়ার আশঙ্কা। বিকালের দিকে ব্যবসায়ীক ক্ষেত্রে সাফল্য আশা করা যায়। জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন।

মীন/ Pisces রাশিফল Rashifal : সম্পত্তি রক্ষার ব্যাপারে কোনো খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশান্তি চিন্তার কারণ হতে পারে। দূরের কোনো আত্মীয়ের খবর পেয়ে আনন্দিত হতে পারেন। প্রেমে অশান্তি বৃদ্ধি হতে পারে।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Horoscope Today: আজকের রাশিফল ২০/৯/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আপনাকে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক...

Medinipur : চাই পার্কিং নাহলে বাতিল লাইসেন্স! পুজোর মুখে শপিংমল-রেস্টুরেন্টদের হুঁশিয়ারি পুরসভার

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য শহর জুড়ে দখলদার মুক্ত রাস্তা ও ফুটপাত অভিযান শুরু করেছে মেদিনীপুর...

Kurmi : কুড়মিদের ঘোষণা ‘রেল রোকো’ স্থগিত, বাতিল হচ্ছে না ট্রেন

কলকাতা হাইকোর্ট 'রেল রোকো' আন্দোলন বেআইনি ঘোষণা করার পরেই আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত হল...