Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৩/৬/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : পারিবারিক জীবনে মিশ্র প্রভাব থাকবে। ব্যয় নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। তবে মঙ্গলের প্রভাবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সৃজনশীলদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে। চমৎকার বন্ধু তৈরি হবে। কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, যাতে আপনিও প্রভাবিত হতে পারেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : সারাদিন প্রচুর কাজের ব্যস্ততার মধ্যে কাটবে। দিনের শেষে স্ট্রেস কাটাতে হালকা গান শোনা কিংবা যোগা করতে পারেন। সারাদিন মেজাজ ভালো থাকবে। আজ অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে কাটবে। কোনও কিছুতে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। তবে কাজ থেকে মন সরালে চলবে না।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনি আজ আরও বেশি উৎসাহিত এবং ইতিবাচক হয়ে উঠবেন। কাজে বাধা সৃষ্টির ফলে আয়ের গতিও কমবে। রাহুর কিছুটা প্রভাব থাকায় ভুল হতে পারে এবং নিজের সিদ্ধান্তে বারবার পরিবর্তন আসতে পারে। আর্থিক জীবনে মিশ্র প্রভাব থাকবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজকের সারাদিনটা একেবারে সাদামাটাভাবে কাটবে। তবে খারাপ কিছুর সম্ভাবনা নেই। নিজের কাজে মন দিন আর আগামী ভালো হওয়ার অপেক্ষা করুন।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ভাল মন্দ মিশিয়ে কাটবে আপনার দিন। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সব কাজ খুব বুদ্ধি করে করতে হবে। পারিবারিক দিকে সুখ, শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও স্বার্থ সিদ্ধি হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১/৬/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : নিজেকে সময় দিন। নিজের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। কাজে মন দেওয়ার চেষ্টা করুন। অফিসে সমস্যা হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হবে। সাংসারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দেবে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। বাড়িতে পরিজনের সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতির শিকার হতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : দিনটা খুবই ভালো। নাচ হোক কিংবা গান, আজ যে পারফরম্যান্সই করবেন, তা সবাইকে মুগ্ধ করে দেবে। তবে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটির উপর খেয়াল রাখা জরুরি।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে। প্রত্যাশিত কাজে বাধা দেখা দেবে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২/৬/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে খরচ বৃদ্ধি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ নিজের পছন্দের কাজে সাফল্য পাবেন। তবে আজ কোনও জিনিস কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal : প্রেম-ভালোবাসায় সুফল আসতে পারে। জীবন অনুশাসন ও পরিশ্রমে ভরপুর থাকবে। তবে কঠিন সময় কেটে যাবে। আকস্মিক বিনিয়োগ লাভের সম্ভাবনা রয়েছে। দিনের মাঝামাঝি ব্যয় বাড়ার সম্ভাবনা থাকলেও দিন শেষ দিকে আর্থিক অবস্থা দৃঢ় হবে।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

Ghee : ঘি এর উপকার সম্পর্কে জানলে চমকে যাবেন, জানুন বিস্তারিত

দুধ থেকে তৈরী করা ঘি এর উপকার সম্পর্কে অনেকের খুব বেশি ধারণা নেই। ঘি...

বছরের পর বছর ধরে পুজোতে একত্রিত হন মল্লিক বাড়ির সদস্যরা

কলকাতার পুজো বললেই দুটো ছবি চোখের সামনে ভেসে ওঠে। এক তো বারোয়ারি-সার্বজীনন ক্লাবের পুজোগুলো।...

Abhishek Banerjee : অভিষেক রাজঘাট ছাড়া, ফোন হারালেন শান্তনু, জুতো খোয়ালেন সুজিত

দিল্লিতে তৃণমূল কংগ্রেসের অবস্থানে কার্যত বলপ্রয়োগ করে রাজঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতা...