BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ৪/৪/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। ব্যবসায়ীক কার্যক্রমে বক্রী বুধের প্রভাব পড়তে শুরু করবে। অংশিদারী কাজে আশানুরুপ লাভের সম্ভাবনা। নবদম্পতিদের দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। কারো সাথে তর্ক বিতর্কে না জড়ানোই উত্তম।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। হঠাৎ করেই কর্মস্থলে নুতন দায়িত্ব প্রাপ্তির যোগ। পদস্ত কর্মকর্তার সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের সময় তুলনামূলক ভালো যাবে। ব্যবসায়ীক কাজে বাধা বিপত্তির অবশান হতে থাকবে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : কর্মস্থলে শত্রুতার শিকার হবেন। ব্যাংক খাতের কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থার উত্থান পতন হতে পারে। ঝুঁকি নিয়ে কোনো প্রকার বিনিয়োগ ভালো নয়। স্বাস্থ্য বিধি মেনে দূরের যাত্রা করুন। নিজের কোনো দূর্বলতা সহকর্মীদের কাছে প্রকাশ করতে যাবেন না।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা। সংসারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা দেখা দেবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ।

সিংহ/ Leo রাশিফল Rashifal : অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যস্ততা বাড়বে। কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে। সমস্যার সমাধান হবে। স্থগিত কাজ শেষ হবে। অকারণ চিন্তা করা বন্ধ করুন। অন্যের দায়িত্ব নেবেন না।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : গৃহস্থালী জীবনে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়দের কারো আচরনে কষ্ট পেতে পারেন। যানবাহন নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করা যায়। প্রত্যাশা পূরণে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার সমাধান হতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : বন্ধুর সাথে কোনো সমান্য বিষয় নিয়ে বিরোধ দেখা দেবে। আজ ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করা যায়। বৈদেশীক বাণিজ্যে ভালো আয়ের সুযোগ পাবেন। বড় বোন বা ভাই এর কাছ থেকে সাহায্য লাভের যোগ।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : শরীর স্বাস্থ্য ভালো যাবে না। এলার্জীর কোনো পীড়ায় কষ্ট পেতে পারেন। আজ বেসরকারী চাকরীজীবীরা সহকর্মীদের রহস্য জনক আচরণ থেকে সতর্ক থাকুন। ব্যবসায়ীরা অধিনস্ত কর্মচারীর দ্বারা ক্ষতির সম্মূখীন হতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পারিবারিক কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আত্মীয়দের সাথে কোনো আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ হতে পারে। আজ মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয়র অসহ্য যন্ত্রনায় অতিষ্ট হতে পারেন। যানবাহন ক্রয় শুভ।

মকর/ Capricorn রাশিফল Rashifal : কর্মস্থলে কোনো রহস্যজনক পদ প্রাপ্তি হতে পারে। সুনাম ও সম্মান বৃদ্ধির সুযোগ পাবেন। পিতার সাথে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা দেখা যায়। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরে তেমন কোনো উপকার হবে না। রাজনৈতিক নেতাকর্মীদের দিনটি ঝামেলাপূর্ণ।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বিদ্যার্থীদেও পড়াশোনায় আরো বেশী মনযোগী হবার প্রয়োজন।

মীন/ Pisces রাশিফল Rashifal : কিছু লোকসানের আশঙ্কা রয়েছে। জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। স্ত্রীর রহস্য জনক আচরণে কিছুটা ব্যাথা পেতে পারেন। আত্মীয়র দ্বারা কোনো কাজ ঊদ্ধার করাতে পারেন।

Leave a Reply