মেষ/ Aries রাশিফল Rashifal : চোখ কান খোলা রাখুন। আজ সন্ধ্যায় আপনার বাড়িতে অতিথি আসবে। আপনার প্রিয় জন আপনার ওপর আজ তার ক্ষোভ উপরে দেবে আপনি নিজের জায়গায় সচল থাকুল তাকে কোনো খারাপ কথা শুনিয়ে দেবেন না এতে আপনার লচ। নিজেকে দেবার জন্য সময় বের করুন। আপনার সঙ্গীর দ্বারা আজ আপনি কষ্ট পেতে পারেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রভাবশালীদের ভালো ব্যবহার আপনার জন্য কল্যাণকর হতে পারে। কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে একটু বেশি সময় নিতে পারেন। কাউকে চাকরি সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। নিজের সম্পর্কে ইতিবাচক অনেককিছু মনে হতে পারে। আর এতে করে দীর্ঘ পথ পারি দিতে কিছুটা সহজ হবে। অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য কোন কাজ না করে যা ভালো তাই করুন, প্রশংসা নিজে নিজেই আসবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনার মাথা ঠান্ডা রাখুন। মাথা গরম আপনার যে কোনো সম্পর্কের মধ্যে ভাঙন আনতে পারে। আপনি যে কাজটি একা পারছেন না সেটি করবার জন্য বন্ধুদের সাহায্য নিন। প্রেমের দিক দিয়ে আজ আপনার দিনটি ভালো।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : নিজের ভেতর সৃজনশীল শক্তি বপনের জন্য একটি উত্তম সময় এখন। অহংকার বর্জন করে আত্মসম্মানকে বাড়িয়ে তুলুন। নিজেকে ইতিবাচকভাবে ফোকাস করুন । আজ আপনার বন্ধুরা আপনাকে উত্তেজিত করতে পারে। বন্ধুদের আবেগের ব্যাপারে ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে। যা করবেন ভেবেচিন্তে করুন। কেনাকাটায় আজ অতিরিক্ত ব্যয় হতে পারে।
সিংহ/ Leo রাশিফল Rashifal : আজ আপনি আপনার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারে। সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তবে অভিঞ্জ ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে পারেন। নিজের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : কোন কারনেই দুচিন্তাগ্রস্ত হবেন না। শুধু মনে রাখবেন যে, যা হচ্ছে ভালোই হচ্ছে। আর যা হবে তা আরো ভালোই হবে । এই সময়ে নতুন কিছু ইতিবাচক পরিকল্পনা করে নিতে পারেন। শিক্ষকদের জন্য খুব একটা সুখকর নয়। কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো সুখবর আপনার কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal : আজ আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি যা পারের নি আপনার বাচ্চা তা করে দেখাবে এতে গোটা পরিবারে খুশির মহল তৈরি হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন। নচেৎ এটি আপনাদের সম্পর্কের অবনতি ঘটাবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। প্রেম ও রোমান্টিক বিষয়ে আবেগ পরিহার করে চলুন। শব্দ/মন্ত্রের যেমন এক ধরনের কম্পন আছে, ঠিক সংকল্পেরও এক ধরনের কম্পন আছে যা হয়তো অনেকেই বোঝেনা। আপনি মনের সংকল্প আরো দৃঢ় করুন, সম্ভব হলে নিয়মিত মেডিটেশন বা ধ্যান করুন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : সাস্থের দিকে মনোযোগ দিন। আজ পারিবারিক অনুষ্ঠানের জন্য ভালো দিন। আপনি এতোদিন যেরকম ভালোবাসা খুঁজেছেন আজ সেটা পেতে পারেন। এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা আপনার সুনাম নষ্ট করবে।আজ আপনার বিবাহিত জীবন ভালো যাবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : একটি সম্ভাবনাময় নতুন পথ অভূতপূর্বভাবে আপনার জন্য অপেক্ষা করছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি শুভ । রাজনৈতিক কাজে মনোযোগ দিন। কাজে অবহেলা না করে জনসংযোগ ও প্রচারমূলক যে কোনো ধরনের কাজে নিজেকে মনোনিবেশ করুন। দূরে থাকা মা- বাবা বা সন্তানের সঙ্গে দেখা করলে মানসিকভাবে আপনি ভালো থাকবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আপনি আজ গোটাদিনের বেশির ভাগ সময়টা বন্ধুদের সঙ্গে কাঁটাতে পারেন। আপনার বন্ধু আপনাকে আজ ভালো পরামর্শ দেবেন। আপনি সেসব মেনে চলতে পারলে উন্নতির পথ দেখতে পাবেন। সন্ধ্যেটা আত্নীয়দের সঙ্গে কাটাতে পারেন। বাড়ির বাচ্চাদের নিয়ে পার্কে যেতে পারেন এতে আপনার মন ভালো হবে। আপনার স্ত্রী আজ আপনাকে দারুন ভাবে চমকে দেবে।
মীন/ Pisces রাশিফল Rashifal : পুরনো কোনো পরিকল্পনা হঠাৎ করে বাস্তবায়ন করতে গেলে তা ভণ্ডুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালীদের মন রক্ষা করে কাজ সম্পাদনে উদ্যোগ নিন। কেনাকাটার সময় নিজের অবস্থা বিবেচনা করে ব্যয় নিয়ন্ত্রণ করুন। মানসিক শক্তি বৃদ্ধি, একটি সম্পূর্ণ নতুন তরঙ্গ উৎপন্ন করবে আপনাকে ঘিরে। মন ও মস্তিষ্কের ভারসাম্য বজায় রেখে কাজ করে যেতে হবে। কখনোই কোন কিছুতেই হতাশ হওয়া চলবে না।