Friday, September 29, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৫/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : উৎফুল্ল থাকুন। যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আজকে ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যেই কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে ক্ষতি। আজ কোথাও ভ্রমণের জন্য মন খুব ব্যাকুল হবে। ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে। বেশি কথায় অশান্তির আশঙ্কা।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সঙ্গে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। আজ সারাদিন অলসতায় কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কোনও বন্ধুর আচরণ আপনার খারাপ লাগতে পারে। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারে বা আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১/৯/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ কোনও গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না। অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সংসারে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। মালিকের সঙ্গে বিবাদের আশঙ্কা।

তুলা/ Libra রাশিফল Rashifal : খাওয়া এবং পান করার সময়ে সাবধান হোন। অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। আপনার কোনও প্রতিবেশী আজ আপনাকে ঋণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। বাড়ি-উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।আজ কোনও কারে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ও ভালবাসায় সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন– এতে আপনার মন ভালো থাকবে। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ দিনটি একটু সমস্যার ভিতর দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পায়ার জন্য সংসারে অবহেলা বা অশান্তি। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে।মানসিক উত্তেজনা বাড়তে পারে। ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

PM Scheme : নরেন্দ্র মোদির ১০টি প্রকল্প, উপকৃত হবেন আপনিও

২০১৪ সালের লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী (PM) হন। ওই...

Shovabazar Rajbari Puja : শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ইতিহাস, ঐতিহ্য ও জাঁকজমকের মিশেল

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে দুর্গাপুজো (Durga Puja)। আর রাজ্যের বনেদি বাড়ির (Bonedi Barir...

Sourav Puja : ৫১ তম বর্ষে সৌরভের বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসব

বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ৫০টি বর্ষ অতিবাহিত করেছে। এই...