মেষ/ Aries রাশিফল Rashifal : সন্তান ক্ষেত্র শুভ। রচনাত্মক কোনো প্রয়াস সফল হবে আজ। পেটের সমস্যায় বা ত্বকের সমস্যায় কষ্ট বাড়বে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। উচ্চ আধিকারিক বিশেষ করে কোন মহিলা আধিকারিক কারণে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : সাংসারিক জীবনে অগ্রগতির আশা। জীবন সাথীর সাথে চলতে থাকা কিছু মনমালিণ্য দূর হয়ে যাবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ লাভের সুযোগ পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন করে কোনো অংশিদার গ্রহনের প্রয়োজন দেখা দেবে। পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের যোগ।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : দিনটি শুভ আপনার জন্য। সফলতা আসবে। অসম্পূর্ণ কোন কাজ প্রিয়জনের আনুকূল্যে সম্পূর্ণ হবে। প্রেম প্রণয় সন্দেহ প্রবণতা বাধা সাধবে । সম্পর্কের তিক্ততা আসত্ত বিচিত্র কিছু নয়। দূরে ভ্রমণে সাবধানতার প্রয়োজন রয়েছে।
কর্কট/ Cancer রাশিফল Rashifal : নিরাস হবেন না আশাবাদী হবার চেষ্টা করুন। আপনার বর্তমানে অর্থকে গুরুত্ব দেওয়া উচিৎ, সামনের সময়ে সেটি আপনার সব সমস্যার সমাধান করবে। কারো ওপর নিজের কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেবেন না। সকলের কথা শুনুন। পরিবারকে সময় দিন।
সিংহ/ Leo রাশিফল Rashifal : অহেতুক বাদ বিবাদ থেকে বিরত থাকুন। এমন কোন কাজ করবেন না যাতে আপনার পথ প্রতিষ্ঠা প্রভাবিত হয়। বুদ্ধি এবং কৌশল দ্বারা কৃতকার্য সফলতা আসবে।স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ আপনার কাছে বিভিন্ন প্রকল্প হাত বাড়িয়ে দেবে। অবশ্য তার সাথে যুক্ত হবার আগে ভালোকরে পরীক্ষা করুন। জীবনে দুঃখ আসে তবে সেটা থেকে শেখা উচিৎ সেটার থেকে পালিয়ে না গিয়ে। আপনার সঙ্গী আজ আপনাকে অসাধারন ভাবে ভালোবাসবে।
তুলা/ Libra রাশিফল Rashifal : ধার দেওয়া কিছু টাকা আদায় হওয়ার যোগ। হোটেল মোটেল ও রেস্তোরা ব্যবসায়ীরা আশানুরুপ আয়ের সুযোগ পাবেন। বাড়িতে ছোট ভাই বোনের আগমন হতে পারে। পেতে পারেন সকলের সাহায্য সহাযোগিতা।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আজ আপনি সকালটা শরীরচর্চায় লাগাতে পারেন। আজ অজানা উৎস থেকে অর্থ আসতে পারে। যা আপনার আর্থিক উন্নতি করবে। প্রিয়জনের সঙ্গে কাটানো সময় গুলো আপনার খুব সেরা সময় হতে চলেছে। আজ আপনি কর্মক্ষেত্র থেকে ফিরে মন পছন্দ কিছু কাজ করতে পারেন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal : হারানো সম্মান পূণরুদ্ধারের সুযোগ আসবে। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ আপনাকে লাভবান করবে। সাংসারিক জীবনে জীবন সাথীর পরামর্শে উপকৃত হতে পারবেন। সরকারী চাকরি লাভের সুযোগ আসবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal : আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনি ভালো বোঝেন। তাই নিজের কোনো জিনিসে অন্যের মতামত নেবেন না। আজ আপনার টাকা কোনো কারনে বেরিয়ে যেতে পারে। আজ যদি আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যান তবে তার সঙ্গে ঠিক মতো আচরণ করুন। আজ আপনি একা সময় কাটাতে পছন্দ করবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আয় রোজগারে অগ্রগতি হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। শিক্ষা ও শিক্ষা উপকরনের ব্যবসায় ভালো সংবাদ লাভের আশা। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে চলতে থাকা মনমালিণ্য দূর করতে পারবেন। চাকরিজীবীদের রহস্যজনক উৎস থেকে আয়ের যোগ।
মীন/ Pisces রাশিফল Rashifal : সুস্থ থাকার জন্য শরীর চর্চা করুন। আজ আপনি অর্থ সঞ্চয়ের মানে বুঝবেন এবং এটিতে সঞ্চয় করার দিগে মনোযোগ দেবেন।আপনার প্রিয় মানুষের থেকে আপনি কোনো সারপ্রাইজ পেতে পারেন। আজ আপনি একাকী সময় কাটাতে পছন্দ করবেন। মানুষ আপনার ব্যপারে কি বল্লো তাতে আপনার কিছুই যায় আসবে না।