Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ৭/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শরীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। কোনও কারণে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণের আলোচনা।স্ত্রীর জন্য ব্যবসায় ভাল কিছু হতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসার থেকে দূরত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের বদলে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, উন্নতির যোগ রয়েছে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। অর্থলাভের যোগ রয়েছে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। কারও প্ররোচনায় পা দেবেন না। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তা ভাবনা আসতে পারে। বাবার সঙ্গে ছোট কারণে বিবাদের আশঙ্কা।

সিংহ/ Leo রাশিফল Rashifal : ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। কোনও সমস্যার সমাধানের যোগ রয়েছে। আজ হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২০/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ। সজ্জন ব্যক্তিদের সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ।

তুলা/ Libra রাশিফল Rashifal : যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। শিক্ষকদের জন্য আজ শুভ দিন। অফিসের ঝামেলা কেটে যেতে পারে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। অকারনে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : নতুন কোনও কাজের খবর পেতে পারেন। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন।

আরও পড়ুন:  Raksha Bandhan 2023: রাখি বন্ধন কোন রাশির জাতকদের জন্য হতে চলেছে শুভ, জানুন বিস্তারিত

মকর/ Capricorn রাশিফল Rashifal : শুভ কাজে বাধা আসতে পারে। বাঁকা পথে আয়ের ফলে কাজে বাধা আসবে। অফিসে কাজের চাপে শারীরিক অসুস্থতা।নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

মীন/ Pisces রাশিফল Rashifal : পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর প্রয়োজন।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

Medinipur : শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাহায্য করা হবে ক্যান্সার আক্রান্তদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা ইন্টারন্যাশনাল ফিল্ম...

Horoscope Today: আজকের রাশিফল ৩/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। মানসিক ঝঞ্ঝাট...

World Cup 2023 warm-up matches: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ নামছে ৬টি দল,ম্যাচ সরাসরি দেখা যাবে

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ আগামী ৫ই অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড...