মেষ/ Aries রাশিফল Rashifal : আর্থিক অবস্থার উন্নতি। ইতিবাচক চিন্তাভাবনা চলবে মনে। নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। বন্ধু ও ভালবাসার মানুষগুলোর সঙ্গে যতটা সম্ভব সময় কাটান। সপ্তাহের শেষের দিকে আপনার মনযোগ বাড়বে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : দাম্পত্য কলহ বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে সব দিক সামাল দিতে হবে। ব্যবসায় বিবাদ, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর ব্যবহারে মনঃকষ্ট লাভ হতে পারে- বিবাদে না যাওয়াই ভাল।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। ভ্রমণের জন্য আজ শুভ নয়।বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন ।প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। দাম্পত্যে কলহ। শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, নজরে রাখুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : নতুন গৃহ নির্মাণের সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে- অতএব বক্তব্যে সতর্ক থাকা প্রয়োজন। কর্মে পদোন্নতির যোগ রয়েছে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক লাভ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। কাজের জায়গায় ও বাড়িতে উদ্বেগ কমার সম্ভাবনা।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ৩১/৫/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে বাধা কাটবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। আয়ের তুলনায় ব্যয় বাড়বে। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। প্রিয়জনের থেকে উপহার লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা/ Libra রাশিফল Rashifal : বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে। বদবুদ্ধির জন্য কোনও কাজ নষ্ট হতে পারে। শরীরে কোনও কষ্টের কারণে ব্যবসার দিকে সময় নষ্ট।অর্শ যন্ত্রণা বৃদ্ধি। কাজের দিকে কোনও নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : আর্থিক অবস্থার উন্নতি। ইতিবাচক চিন্তাভাবনা চলবে মনে। নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। বন্ধু ও ভালবাসার মানুষগুলোর সঙ্গে যতটা সম্ভব সময় কাটান। সপ্তাহের শেষের দিকে আপনার মনযোগ বাড়বে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনও অশান্তি বাড়তে পারে। আগুন থেকে বিপদের সম্ভাবনা। অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে।

জনপ্রিয় খবর:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৫/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনামে কান দেবেন না।অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনার কোনও কাজেই গাফিলতি করা উচিত নয়, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। খাবারের ব্যাপারে আজকে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও ব্যথা অবহেলা করা যাবে না। অন্যথায় এটি আপনার জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে।

মীন/ Pisces রাশিফল Rashifal : বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখবোধ বাড়তে পারে। লিভারের কোনও সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের কোনও খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে।