Tour : গরমে ঘুরে আসুন ফিক্কালে গাঁও, দার্জিলিং-এর চেয়ে অনেক নিরিবিলি

Tour : গরমে ঘুরে আসুন ফিক্কালে গাঁও, দার্জিলিং-এর চেয়ে অনেক নিরিবিলি

দক্ষিণবঙ্গে চলছে তীব্র দাবদাহ। পারদ সহজেই অতিক্রম করছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় বইছে তাপপ্রবাহ৷ এই পরিস্থিতিতে অনেকেই গরমের হাত থেকে রেহাই পেতে উত্তর অভিমুখী। ফলে ভিড় বৃদ্ধি পাচ্ছে দার্জিলিং-এ। কিন্তু অনেকেই পাহাড়ে পছন্দ করেন নিরিবিলি একাকিত্ব ও প্রাকৃতিক শোভা৷ তাঁদের জন্য সুন্দর গন্তব্য হতে পারে কালিম্পং-এর কাছে ফিক্কালে গাঁও।

আরও পড়ুন:  North Bengal Tour : নৈসর্গিক দৃশ্যে ভরা বাগোরা গ্রাম, কাটিয়ে আসুন দিন কয়েকের ছুটি

কালিম্পং থেকে মাত্র ১০ কিমি দূরের গ্রামটি অনেক পর্যটকের কাছেই অপরিচিত৷ ফিক্কালে গাঁও থেকে ৩-৪ কিমি দূরেই ডেলো পাহাড়। অপরূপ প্রাকৃতিক শোভায় সাজানো ফিক্কালে গাঁও। আবহাওয়া পরিষ্কার থাকলে মিলতে পারে কাঞ্চলজঙ্ঘা দর্শন। নির্জতা যাঁরা ভালোবাসেন তাঁদের সুন্দর গন্তব্য এটি।

থাকবেন কোথায়-
এখানে এখনও কোনো হোটেল গড়ে ওঠেনি। তবে পাহাড়ের ঐতিহ্য মেনে উপস্থিত হোম স্টে। প্রতিদিন ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা খরচ জন প্রতি থাকা খাওয়ার জন্য।

আরও পড়ুন:  North Bengal Tour : নৈসর্গিক দৃশ্যে ভরা বাগোরা গ্রাম, কাটিয়ে আসুন দিন কয়েকের ছুটি

কিভাবে যাবেন –
এনজেপি স্টেশন বা তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে আসতে পারেন। অথবা শিলিগুড়ি থেকে বাসে কালিম্পং এসে শেয়ার কারে ফিক্কালে গাঁও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ