BRAKING NEWS

Valentines Day : আপনি সিঙ্গেল! তাতে কি! ভালোবাসার দিবস কাটান নিজের মতো

সামনের ১৪ ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা উদযাপনের দিন। দিনটি উৎসর্গ করা যেতে পারে বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী সহ জীবনের যে কোনো ভালোবাসার মানুষকেই। কিন্তু সামগ্রিক ভাবে এটি প্রেমিক প্রেমিকার দিন হিসেবেই সমধিক প্রচলিত। কিন্তু অনেকেই আছেন আমার বা আপনার মতো, যাঁরা এখনও ‘সিঙ্গেল’! কে বলেছে ভালোবাসা উদযাপনের জন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে লাগে? নিজের সাথে সময় কাটিয়েও করা যেতে পারে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন।

১. একা একাই ডেটে যান, নিজের সঙ্গে। কোনো সুন্দর স্থানে, নদীর ধারে অথবা নিজের প্রিয় কোনো রেস্তোরাঁয়। সেই রেস্তোরাঁয় চেখে দেখুন নিজের পছন্দের কোনো পদ৷ পেটপুজো করেই মন কে দিন ‘ভ্যালেন্টাইন্স ডে’-র উপহার৷

Valentines Day : নয় শুধু ভালোবাসার দিন, পালিত হয় বিভিন্ন ভাবে

২. ভালোবাসার সপ্তাহে বিভিন্ন সিনেমা হলে চলছে একাধিক ভালো সিনেমা। টিকিট কেটে একাই চলে যান। তারপর উপভোগ একান্ত নিজের সিনেমা-সফর।

৩. ২০২৩ এর ১৪ ই ফেব্রুয়ারি মঙ্গলবার, সপ্তাহের কাজের দিন। ফলে নিজের অফিস বা কাজের জায়গায় অনুপস্থিত না হয়ে সময় কাটান নিজের কর্মব্যস্ততার সঙ্গে। তবে কাজ থেকে বাড়ি ফেরার সময় নিজের জন্যই কিনে ফেলুন না একগুচ্ছ ফুল। বাড়িতে এসে নিজের ফুলদানিতে সাজিয়ে নিজেকেই দিন নতুনত্ব৷

Valentines Day : ভ্যালেন্টাইন্স সপ্তাহে কবে আছে কোনদিন, দেখুন এক নজরে

৪. একা একা বাইরে বের হতে ইচ্ছা করছে না? দরকার নেই। নিজেই বাড়িতে রান্না করুন পছন্দের কোনো পদ। তারপর বাড়িতে ডেকে নিন সিঙ্গেল বন্ধু বান্ধবদের৷ গানে-গল্পে-হুল্লোড়ের মজলিস বসান একসাথে। অথবা একা থাকতে চাইলে নিজের মোবাইলে বা ল্যাপটপে খুলে বসুন পছন্দের কোনো সিনেমা, নয়তো পড়ে ফেলুন বইমেলায় সদ্য কেনা কোনো নতুন বই।