BRAKING NEWS

Make up Tips : ত্বকের ক্ষতি না করেও করা যাবে মেকআপ, কিন্তু কিভাবে?

নারী মাত্রেই প্রসাধন! মেকআপের (Make Up) মাধ্যমে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে প্রায় প্রত্যেকেই চান। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রত্যহ মেকআপ ত্বকের বিভিন্ন সমস্যা তৈরি করে। মেকআপের কারণে ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়ায় ত্বক জনিত সমস্যা দেখা দেয়। ত্বকের ক্ষতি এড়িয়ে চলতে মেকআপ ব্যবহারের (Make Up Tips) ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা জরুরি।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে রান্নায় থাকা বিভিন্ন মশলা, জানুন এক নজরে

১. সরাসরি মুখে মেকআপ না করে মুখ ধুয়ে প্রথমে প্রাইমার বা টিন্টেড ময়েশ্চারাইজার লাগিয়ে বেস তৈরি করা উচিৎ।

২. মুখের ত্বক সংবেদনশীল হওয়ায় সব সময় ভালো মানের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা উচিৎ।

৩. দিনের শেষে অবশ্যই মেকআপ ওয়াইপস ও মেকআপ রিমুভার ব্যবহার করে ভালো করে মুখ পরিষ্কার করে তবেই শুতে যাওয়া উচিৎ।

Hair : চুলে অসময়ে পাক ধরে কেন, জানুন এক নজরে

৪. মুখের মেকআপ তোলার সময় কখনই জোরে ঘষা বা বেশি ক্ষার যুক্ত ফেস ওয়াস ব্যবহার করা উচিৎ নয়। সেই সঙ্গে মেকআপ তোলার পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা দরকার।

৫. প্রাকৃতিক উপায়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করে সপ্তাহে অন্তত ২-৩ দিন মুখ পরিষ্কার করা প্রয়োজন।