BRAKING NEWS

Valentines Day : ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন কেন, কি বলে ইতিহাস

Valentines Day : ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন কেন, কি বলে ইতিহাস, GNE BANGLA

১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। প্রেমিক প্রেমিকা থেকে মা বাবা, ভাই বোন, বন্ধু যে কোনো ভালোবাসার মানুষের জন্যই বিশেষ হয়ে ওঠে ভালোবাসার দিন। সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন পোপ গেলাসিয়াস, সময়কাল পঞ্চম শতাব্দীর শেষের দিক।

Valentines Day : ভ্যালেন্টাইন্স সপ্তাহে কবে আছে কোনদিন, দেখুন এক নজরে

কথিত আছে, তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা ছিলেন পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন। সেই সময়ে রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেনাবাহিনীর সৈনিকদের বিবাহের বিরুদ্ধে আইন জারি করেন। কিন্তু ভ্যালেন্টাইন সেই আইনকে মান্যতা না দিয়ে গোপনে রোমান সৈনিকদের বিবাহ দিতেন। সেই সঙ্গে প্রচার করতেন ভালোবাসার সপক্ষে। আইন অমান্য করার জন্য তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়৷

Valentines Day : ভ্যালেন্টাইন্স সপ্তাহে কবে আছে কোনদিন, দেখুন এক নজরে