BRAKING NEWS

Maha Shivratri : শিবপুজোর বিধি ও মন্ত্র জেনে নিন এক নজরে

Maha Shivratri : শিবপুজোর বিধি ও মন্ত্র জেনে নিন এক নজরে, GNE BANGLA

শাস্ত্র মতে বহু দেবদেবীর পুজো বিধেয় আছে। কিন্তু বলা হয়, মহাদেবের পুজো সবচেয়ে সরল। মনে নিষ্কাম ভক্তি থাকলে গঙ্গাজল আর বেলপাতাতেই তুষ্ট হন ভোলানাথ। শিবরাত্রির রাত্রে চার প্রহর জুড়ে শিবপুজোর বিধি প্রচলিত। চার প্রহরের চার রকম মন্ত্রও রয়েছে এই পুজোর।

প্রথম প্রহরে দুধ সহযোগে মহাদেবের অভিষেক করাকালীন মন্ত্র হল– ‘হৃীং ঈশানায় নমঃ’। দ্বিতীয় প্রহরে দই দিয়ে মহেশ্বরের অভিষেকের সময় মন্ত্র – হৃীং অঘোরায় নমঃ’। তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবের অভিষেক সময় মন্ত্র – ‘হৃীং বামদেবায় নমঃ’। চতুর্থ প্রহরে মধু সহযোগে শিবের অভিষেকের সময় মন্ত্র – ‘হৃীং সাধ্যোজাতায় নমঃ’। চন্দনচর্চিত পুষ্প ও বেলপাতা নিয়ে অঞ্জলির মন্ত্র – ‘ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ।’

Maha Shivratri : শিবরাত্রি কবে? জেনে নিন উপবাস ও পুজোর সময়