North Bengal Tour : নৈসর্গিক দৃশ্যে ভরা বাগোরা গ্রাম, কাটিয়ে আসুন দিন কয়েকের ছুটি

North Bengal Tour : নৈসর্গিক দৃশ্যে ভরা বাগোরা গ্রাম, কাটিয়ে আসুন দিন কয়েকের ছুটি

দক্ষিণবঙ্গে চলছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গরম। আগামী সোমবার থেকে ফের ৫ দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে৷ সামনের সপ্তাহে সোমবার থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে ভ্রমণপিপাসুরা সবাই উত্তরমুখী৷ সবাই চলেছেন দার্জিলিং এর দিকে৷ ফলে উত্তরবঙ্গের পরিচিত পর্যটনস্থলগুলিতে ভিড় বাড়ছে৷ সেই কারণে অনেকেরই পছন্দ একটু অপরিচিত স্থান। তেমনই জায়গা কার্শিয়াং এর কাছে বাগোরা গ্রাম।

সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফিটের বেশি উচ্চতায় কার্শিয়াং থেকে মাত্র ১৭ কিমি দূরে বাগোরা গ্রাম পাহাড়ি সবুজে ঘেরা রাস্তা, শান্ত পরিবেশ, পাইনের জঙ্গল, কাঞ্চনজঙ্ঘা মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য্যের মেলবন্ধন। কাছ দিয়েই বয়ে গিয়েছে তিস্তা নদী। রয়েছে কমলালেবুর বাগান। ১২ কিমি দূরে রয়েছে মংপু, ৮ কিমি দূরে রয়েছে চটকপুর, ৪ কিমি দূরে চিমনি৷ নিরিবিলি প্রকৃতির মাঝে কোলাহল ও তীব্র দাবদাহ থেকে মিলবে মুক্তি।

কিভাবে যাবেন, কোথায় থাকবেন- শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস, দার্জিলিং মোড়, এনজেপি থেকে গাড়ি ভাড়া করতে পারেন। অথবা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস ও দার্জিলিং মোড় থেকে মিলবে শেয়ার কার৷ তাতে কার্শিয়াং পৌঁছে সেখান থেকে অন্য শেয়ার কারে বাগোরা। গ্রামে হোটেল নেই, তবে রয়েছে বেশ কিছু হোম স্টে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ