BRAKING NEWS

Poyla Baisakh : ১লা বৈশাখ কৃষিভিত্তিক বাংলা সনের সূচনা, জানুন ইতিহাস

সামনেই ১লা বৈশাখ বাংলা নববর্ষ। শুরু হবে নতুন বাংলা সাল। এই বাংলা ক্যালেন্ডার মূলত কৃষি ভিত্তিক৷ বাঙালির জীবন ও জীবিকার হিসেব-নিকেষ জড়িয়ে আছে গ্রীষ্মের এই প্রথম দিনটির নেপথ্যে। কৃষিভিত্তিক অর্থনৈতিক বছর শেষের পর এই দিন শুরু হয় নতুন বছর, হয় হালখাতা।

প্রথমে পয়লা বৈশাখ শুধুমাত্র ঋতু ভিত্তিক উৎসব হিসেবে পালিত হত প্রাচীন ভারতে৷ যার সূচনা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৭ অব্দে প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের আমলে৷ এরপর ৭ম শতকে বাংলা দিনপঞ্জির উদ্ভব হয় বাংলার প্রথম স্বাধীন নৃপতি গৌড়েশ্বর শশাঙ্কের আমলে। মুঘল শাসনকালে আরবী হিজরী পঞ্জিকা অনুযায়ী কৃষি পণ্যের খাজনা আদায় হত৷ কিন্তু কৃষিকাজ ঋতুভিত্তিক হওয়ার কারণে যা সমস্যার কারণ হয়ে দাড়িয়েছিল। সম্রাট আকবর ১৫৮৫ সালের মার্চ মাসে জ্যোতির্বিদ আমীর ফতুল্লাহ সিরাজির তত্ত্বাবধানে কৃষিভিত্তিক সনের প্রবর্তন করেন, যা পরবর্তীতে বঙ্গাব্দ হিসেবে পরিচিত হয়। যা পরবর্তীতে বিভিন্ন সময়ে সংশোধিত হয়৷ এখন সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল ১লা বৈশাখের নববর্ষ হিসেবে পালিত হয়। ঐ দিন শুরু হয় বঙ্গাব্দেএ নতুন বছরের৷

 

 

Leave a Reply