- Advertisement -
ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন বোন বা দিদিরা। দিনটি রাখি পূর্ণিমা বা রক্ষা বন্ধন নামে পরিচিত। প্রধানত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে দিনটি পড়ে৷
এই বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ অগাস্ট, বুধবার রাখি পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩০ অগাস্ট, সকাল ১০/২৬/০ থেকে এবং এই তিথি স্থায়ী হবে ৩১ অগাস্ট সকাল ৭/৫৮/১৩ মিনিট পর্যন্ত।