Ram Navami 2023 : কেন পালিত হয় রাম নবমী? কি তাৎপর্য

Ram Navami 2023 : কেন পালিত হয় রাম নবমী? কি তাৎপর্য

হিন্দুদের আরাধ্য দেবতা বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে পূজিত হন রাম। পুরাণ অনু্যায়ী, ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার পুত্র হয়ে জন্ম নেন ধরাধামে। চৈত্রের শুক্লপক্ষের নবমী তিথি সেই জন্ম দিবস হিসেবে পালিত হয়। এইদিনটিই রাম নবমী।

আরও পড়ুন:  Ram Navami 2023 : রাম নবমীর দিনক্ষণ ও সময় জেনে নিন এক নজরে

হিন্দু পুরাণ অনু্যায়ী, ত্রিদেবের অন্যতম দেব বিষ্ণু বিশ্ব সংসারের পালনকর্তা। কখনও কখনও মনুষ্য সমাজকে ন্যায়, সত্য, ধর্মনিষ্ঠ পথের সন্ধান দিতে তিনি নিজেই অবতীর্ণ হন ধরাধামে মানব রূপে। রাম নবমী হল সেই সত্য ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা। মনে করা হয়, অন্ধকার সময় ও মিথ্যার মায়া কেটে গিয়ে ফের সত্যধর্মের প্রতিষ্ঠার দিন। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জয়।

আরও পড়ুন:  Ram Navami 2023 : রাম নবমীর দিনক্ষণ ও সময় জেনে নিন এক নজরে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ