May Day : আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে কিছু তথ্য, জানুন একনজরে

May Day : আন্তর্জাতিক শ্রমিক দিবস নিয়ে কিছু তথ্য, জানুন একনজরে

শ্রমিকদের কৃতিত্ব ও অবদানকে সম্মান জানিয়ে ১ লা মে তারিখটি পালিত হয় মে দিবস হিসাবে। এটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামে পরিচিত। পৃথিবী জুড়ে শ্রমিকদের নিষ্ঠা, কুশলতাকে সম্মান জানানো হয় এই দিন।

জেনে নেওয়া যাক দিনটি নিয়ে কিছু তথ্য-
১. ১৮৮৬ সালের ১লা মে এর মধ্যে দাবি পূরণ না হওয়ায় ৪ ঠা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা। ভিড়ের মধ্যে পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরণ ঘটে, এক জন পুলিশ কর্মী মারা যান। শুরু হয় পুলিশের গুলি বর্ষণ। নিহত হন ১১ জন আন্দোলনরত শ্রমিক।

আরও পড়ুন:  May Day : মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস, শ্রমিকদের অধিকার আদায়ের দিন

২. ১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দ থেকে শিকাগোয় শ্রমিকদের প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব দেওয়া হয়।

৩. ১৮৯১ খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। সূচনা হয় মে দিবস পালনের।

৪. ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে প্রস্তাব গ্রহণ হয়। প্রস্তাব ছিল, দৈনিক আটঘণ্টা কাজ এবং ১লা মে বাধ্যতামূলক ভাবে শ্রমিকদের কাজ বন্ধ। শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংগঠনগুলিকে আহ্বান জানানো হয়।

আরও পড়ুন:  May Day : মে দিবস কেন? ভারতে মে দিবসের ইতিহাস ও গুরুত্ব

৫. ১৯২৩ সালের ১ লা মে থেকে ভারতে মে দিবস পালিত হচ্ছে। সারা দেশে এইদিন শ্রমিকদের শ্রমের প্রতি সম্মানে ছুটি থাকে। পৃথিবীর অন্যান্য অনেক দেশেও দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ