দক্ষিণবঙ্গে চলছে চরম দাবদাহ। একটানা সপ্তাহ খানেকের উপর সময় ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে৷ গরম থেকে কিঞ্চিৎ নিষ্কৃতি পেতে অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তরবঙ্গ। কিন্তু জনপ্রিয় পর্যটনস্থল দার্জিলিং এখন লোকে লোকারণ্য। তাই নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ঘুরে আসতে পারেন কালিম্পং-এর রামধুরা গ্রাম।

ধুরা শব্দের অর্থ গ্রাম। ৫৮০০ ফুট উচ্চতায় রামের নামে এই গ্রামটি কালিম্পং-এর বারমিয়াক ডিভিশনের ছোট্ট, শান্ত ও নিরিবিলি গ্রাম। চারপাশে পাইনের সারি। গ্রামের নীচে বিস্তৃত উপত্যকা। সেখান দিয়েই বয়ে চলেছে তিস্তা। চারিপাশে জঙ্গল, পাখির ডাক। স্তব্ধতায় মিশে থাকলে জঙ্গলের নিজস্ব সঙ্গীত। গ্রাম থেকে ছোট ছোট বেশ কয়েকটি ট্রেক করা যায়। ট্রেক করে যেতে পারেন পাশের গ্রাম ইচ্ছেগাঁও ও সিলারিগাঁও।

জনপ্রিয় খবর:  North Bengal Tour : নৈসর্গিক দৃশ্যে ভরা বাগোরা গ্রাম, কাটিয়ে আসুন দিন কয়েকের ছুটি

কিভাবে যাবেন –
এনজেপি তথা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে আসা যায়। অথবা শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যাণ্ড থেকে শেয়ার কারে কালিম্পং। তারপর কালিম্পং থেকে শেয়ার কারে রামধুরা। কালিম্পং থেকে দূরত্ব ১৫ কিমি।

কোথায় থাকবেন-
থাকার জন্য রামধুরায় রয়েছে একাধিক হোম স্টে৷ জন পিছু প্রতিদিন থাকা খাওয়ার খরচ পড়বে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা।

জনপ্রিয় খবর:  Tour : গরমে ঘুরে আসুন ফিক্কালে গাঁও, দার্জিলিং-এর চেয়ে অনেক নিরিবিলি