এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, পূর্ণিমার দিন ৫ মে রাত ০৮:৪৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে৷ চলবে রাত ০১:০২ মিনিট পর্যন্ত। প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।

সৌরজগতে সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবী, আবার পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে চন্দ্র। এই বিচিত্র আবর্তন চলার সময় কখনো কখনো সূর্য, পৃথিবী এবং চন্দ্র একই সরল রেখাতে অবস্থান নেয়। আর তখনই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সৃষ্টি হয়।

উপবৃত্তাকার পথে সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবী, আবার পৃথিবীকে ঘিরে আবর্তিত হচ্ছে চন্দ্র। এই আবর্তনকালে পৃথিবী কখনও কখনও চন্দ্র ও সূর্য-এর মধ্যে চলে আসে। তখন সূর্যের আলো চাঁদে পতিত হওয়ার সময় পৃথিবী দ্বারা বাধা প্রাপ্ত হয়। ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে পৃথিবী থেকে চাঁদকে ঢাকা পড়তে দেখা যায়। এই ঘটনাই চন্দ্রগ্রহণ৷ যদি পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যায় তাহলে তা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং আংশিক ঢাকা পড়লে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ।